সুদহার ১০.৫ শতাংশে অপরিবর্তিত রেখেছে ব্রাজিল

বণিক বার্তা ডেস্ক

ছবি : সংগৃহীত

সুদহার ১০ দশমিক ৫ শতাংশে অপরিবর্তিত রেখেছে ব্রাজিলের কেন্দ্রীয় ব্যাংক। দেশটির মনিটারি পলিসি কমিটির প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। তবে এ সিদ্ধান্তকে নেতিবাচক মনে করছেন দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। খবর আনাদোলু এজেন্সি।

ব্রাজিলের কেন্দ্রীয় ব্যাংকের মনিটারি পলিসি কমিটির (কোপোম) বিবৃতিতে বলা হয়, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি এখনো প্রতিকূলে। যুক্তরাষ্ট্রে সুদহার কমিয়ে আনার সিদ্ধান্ত এখনো অনিশ্চিত। অনিশ্চয়তা কাটেনি পৃথিবীর বিভিন্ন দেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা নিয়েও। বিদ্যমান চাপের মধ্যেও বড় অর্থনীতির দেশগুলো মূল্যস্ফীতিকে লক্ষ্যমাত্রার নিচে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে কমিটি মনে করে, উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে আরো সতর্ক থাকা জরুরি।

ব্রাজিলিয়ান ইনস্টিটিউট অব জিওগ্রাফি অ্যান্ড স্ট্যাটিসটিকস (আইবিজিই) প্রকাশিত প্রতিবেদন অনুসারে, ব্রাজিলের ভোক্তা মূল্যস্ফীতি এপ্রিলে ছিল গত বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৬৯ শতাংশ। মার্চে মূল্যস্ফীতির হার ছিল গত বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৯৩ শতাংশ। 

ব্রাজিলের কেন্দ্রীয় ব্যাংক গত ৮ মে সুদহার ১০ দশমিক ৭৫ থেকে দশমিক ২৫ শতাংশীয় পয়েন্ট কমিয়ে ১০ দশমিক ৫০ শতাংশে আনে। তার আগে ২০২২ সালের আগস্টে সুদহার ১৩ দশমিক ৭৫ শতাংশে উন্নীত করা হয়েছিল, যা ২০১৭ সালের পর সর্বোচ্চ। গত বছর আগস্টে সুদহার কমিয়ে ১৩ দশমিক ২৫ শতাংশে আনা হয়। পূর্ববর্তী তিন বছরের মধ্যে এটাই ছিল প্রথম সুদহার কমানোর ঘটনা।

এদিকে কেন্দ্রীয় ব্যাংকের এমন সিদ্ধান্তকে দেশের অর্থনীতি সম্প্রসারণের জন্য নেতিবাচক মনে করেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। তিনি মনে করেন এ মুহূর্তে সুদহার এত বেশি রাখার কোনো যৌক্তিকতা নেই।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন