ক্রুজের নতুন প্রধান নির্বাহী মার্ক হুইটেন

ছবি : বণিক বার্তা

জেনারেল মোটরসের ক্রুজ অটোনোমাস ভেহিকল ইউনিটের নতুন সিইও হিসেবে নিয়োগ পেয়েছেন মার্ক হুইটেন। গত বছরের অক্টোবরে সানফ্রান্সিসকোতে ক্রুজের রোবো ট্যাক্সির দুর্ঘটনার পর বন্ধ হয়ে যাওয়া চালকবিহীন গাড়ি পুনরায় চালু করার চেষ্টা করছে প্রতিষ্ঠানটি। এই গুরুত্বপূর্ণ সময়ে সিইওর দায়িত্ব নিচ্ছেন অ্যামাজন ও মাইক্রোসফটের সাবেক নির্বাহী হুইটেন। চলতি মাস থেকে দুবাইসহ ফিনিক্স, হিউস্টন ও ডালাসে তাদের চালকবিহীন গাড়ি নিয়ে পরীক্ষা শুরু করেছে ক্রুজ। সিএনবিসি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন