ইভি প্রসঙ্গে চীনা প্রধানমন্ত্রী

শিল্প ভর্তুকির নীতিমালা লঙ্ঘন করেনি চীন

বণিক বার্তা ডেস্ক

ছবি : সংগৃহীত

চীনা প্রধানমন্ত্রী লি কিয়াং বলেছেন, চীনের বিদ্যুচ্চালিত গাড়ির রফতানি প্রবৃদ্ধির মূল কারণ আন্তর্জাতিক বাজারের বিরাট চাহিদা। চীনা পণ্যদ্রব্যের প্রতিযোগিতামূলক শক্তি কোনো ভর্তুকির ওপর নির্ভরশীল নয়। বিশ্ব বাণিজ্য সংস্থার শিল্প ভর্তুকির নীতিমালা কখনো লঙ্ঘন করেনি চীন।

চীনের তালিয়ান শহরে ২০২৪ গ্রীষ্মকালীন দাভোস ফোরামে বিশ্বের প্রায় ৪০টি দেশ এবং অঞ্চলের শিল্প বাণিজ্য মহলের ২০০ জন প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন চীনা প্রধানমন্ত্রী। চীন ইউরোপের ক্রমবর্ধমান বাণিজ্য উত্তেজনার মধ্যে লি কিয়াং এমন মন্তব্য করলেন।

চীন সস্তা প্রযুক্তি দিয়ে ইউরোপের বাজার ভারসাম্য নষ্ট করার চেষ্টা করছে এমন মন্তব্যের কড়া সমালোচনা করেন লি কিয়াং। তিনি বলেন, ‘চীনের উন্নত বৈদ্যুতিক যানবাহন, লিথিয়াম-আয়ন ব্যাটারি ফটোভোলটাইক পণ্য ইত্যাদির উৎপাদনের প্রথম লক্ষ্য অভ্যন্তরীণ চাহিদা পূরণ করা। তবে বিশ্ব সরবরাহকেও সমৃদ্ধ করাও এর অন্যতম লক্ষ্য। খবর রয়টার্স।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন