গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

বণিক বার্তা প্রতিনিধি, গাজীপুর

ছবি : বণিক বার্তা ( ফাইল ছবি)

গাজীপুর সিটি করপোরেশনের দীঘিরচালা এলাকায় ২৫০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। জেলা প্রশাসনের সহযোগিতায় গতকাল অভিযান চালিয়ে এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ জনকে ২ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

তিতাস গ্যাস গাজীপুর আঞ্চলিক অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মো. মামুনুর রহমান জানান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানা আফরোজের নেতৃত্বে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অবৈধ সংযোগ ব্যবহারের অভিযোগে ১০ জন আবাসিক গ্রাহককে ২ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত বিপুলসংখ্যক পাইপ, রাইজার ও চুলা জব্দ করা হয়।

উচ্ছেদ অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন তিতাস গ্যাস গাজীপুর অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মো. মামুনুর রহমান, উপব্যবস্থাপক মো. আমিরুল ইসলাম, আসাদুজ্জামান আজাদ, ফয়সাল আহমেদ, শেখ জাবের নূরানী ও আমজাদ হোসেন, সহকারী প্রকৌশলী হাসান আল-ফয়সাল ও রাকিব হাসান এবং উপসহকারী প্রকৌশলী জুয়েল রানা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন