গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

প্রকাশ: মে ১৬, ২০২৪

বণিক বার্তা প্রতিনিধি, গাজীপুর

গাজীপুর সিটি করপোরেশনের দীঘিরচালা এলাকায় ২৫০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। জেলা প্রশাসনের সহযোগিতায় গতকাল অভিযান চালিয়ে এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ জনকে ২ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

তিতাস গ্যাস গাজীপুর আঞ্চলিক অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মো. মামুনুর রহমান জানান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানা আফরোজের নেতৃত্বে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অবৈধ সংযোগ ব্যবহারের অভিযোগে ১০ জন আবাসিক গ্রাহককে ২ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত বিপুলসংখ্যক পাইপ, রাইজার ও চুলা জব্দ করা হয়।

উচ্ছেদ অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন তিতাস গ্যাস গাজীপুর অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মো. মামুনুর রহমান, উপব্যবস্থাপক মো. আমিরুল ইসলাম, আসাদুজ্জামান আজাদ, ফয়সাল আহমেদ, শেখ জাবের নূরানী ও আমজাদ হোসেন, সহকারী প্রকৌশলী হাসান আল-ফয়সাল ও রাকিব হাসান এবং উপসহকারী প্রকৌশলী জুয়েল রানা।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫