দুদক ও নির্বাচন কমিশনসহ কোনো প্রতিষ্ঠানই কাজ করছে না: রেহমান সোবহান

নিজস্ব প্রতিবেদক

ছবি : বণিক বার্তা

দুর্নীতি দমন কমিশন (দুদক) ও নির্বাচন কমিশনের মতো জাতীয় কোনো প্রতিষ্ঠানই কাজ করছে না বলে মন্তব্য করেছেন বর্ষীয়ান অর্থনীবিদ প্রফেসর রেহমান সোবহান। তিনি বলেন, এখন আমরা গণতন্ত্রের অবক্ষয় দেখছি।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে লিখিত একটি বইয়ের আলোচনায় অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ধানমন্ডি কার্যালয়ে বইয়ের মোড়ক উন্মোচনের জন্য এ আলোচনার আয়োজন করা হয়।

রেহমান সোবহান বলেন, জাতীয় প্রতিষ্ঠানগুলো আমাদের আলোচনার কেন্দ্রে রয়েছে। সবাই কি একই বিচার পাচ্ছে? পুলিশ সবাইকে একই সেবা দিচ্ছে? সবাই ব্যাংক ঋণ পাচ্ছে? আসলে নির্বাচন কমিশন ও দুদকের মতো প্রতিষ্ঠানগুলো কাজ করছে না।

তিনি বলেন, নতুন একটি ব্যবসায়ী গোষ্ঠী রাজনীতিতে আসছে। কিন্তু আগে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে এখানে ভালো নির্বাচন হতো। যে পদ্ধতি পাকিস্তান ও নেপাল গ্রহণ করেছিল। দুই দলের রাজনীতির ভারসাম্য রক্ষা হয়েছিল।

এখন আমরা কি দেখছি? গণতন্ত্রের অবক্ষয় হচ্ছে বলে এ অর্থনীতিবিদ মন্তব্য করেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন