প্রথম নারী ডিজি পেল দুদক

নিজস্ব প্রতিবেদক

ছবি : বণিক বার্তা

প্রথম নারী কমিশনার (অনুসন্ধান) ও সচিবের পর এবার প্রথম নারী মহাপরিচালকও (ডিজি) পেল দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরিচালক পদ থেকে পদোন্নতি পেয়ে মহাপরিচালক হয়েছেন শিরীন পারভীন। নিজস্ব জনবল কিংবা প্রেষণে যেকোনো পর্যায় থেকে দুদকের ইতিহাসে তিনিই প্রথম নারী মহাপরিচালক। গতকাল দুদক সচিব খোরশেদা ইয়াসমিনের সই করা প্রজ্ঞাপনে তাকে পদোন্নতি দেয়া হয়। শিরীন পারভীন তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোতে জেলা দুর্নীতি দমন কর্মকর্তা হিসেবে ১৯৯৫ সালের ২৪ ডিসেম্বর যোগ দেন। ২০১৫ সালের ১০ নভেম্বর পরিচালক পদে পদোন্নতি পান। তিনি আগামী ৩০ নভেম্বর অবসরে যাবেন।

দুদকের ইতিহাসে প্রথম নারী সচিব হিসেবে নিয়োগ পান খোরশেদা ইয়াসমিন। চলতি বছর ৮ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে দুদকে নিয়োগ দেয়।

দুদকের ইতিহাসে প্রথম নারী কমিশনার হিসেবে নিয়োগ পান সাবেক সচিব মোছা. আছিয়া খাতুন। ২০২৩ সালের ১৩ জুন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে তাকে দুদক কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়। আছিয়া খাতুন সরকারি কর্ম-কমিশন সচিবালয়ের সচিব থাকা অবস্থায় ২০২২ সালের ৩ জানুয়ারি অবসরে যান।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন