প্রপার্টি খাতে অস্থিরতা সত্ত্বেও বিপুল পরিমাণ আকরিক লোহা আমদানি চীনের

বণিক বার্তা ডেস্ক

ছবি : বণিক বার্তা ( ফাইল ছবি)

প্রপার্টি খাতে অস্থিরতা সত্ত্বেও চলতি বছরের প্রথম প্রান্তিকে বিপুল পরিমাণ আকরিক লোহা আমদানি করেছে চীন। অন্যান্য পণ্যের তুলনায় ধাতুটি আমদানিতে লক্ষণীয় প্রবৃদ্ধি এসেছে। সম্প্রতি প্রকাশিত দেশটির শুল্ক বিভাগের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এতে দেখা গেছে, মার্চে দেশটি ১০ কোটি ৭ লাখ ২০ হাজার টন আকরিক লোহা আমদানি করেছে। ফেব্রুয়ারির তুলনায় আমদানি বেড়েছে ৩ দশমিক ৩ শতাংশ। ওই মাসে ৯ কোটি ৭৫ লাখ ১০ হাজার টন আমদানি করা হয়েছিল।

চীন বিশ্বের শীর্ষ আকরিক লোহা আমদানিকারক। জানুয়ারি-মার্চ পর্যন্ত দেশটি ৩১ কোটি ১ লাখ ৩০ হাজার টন আকরিক লোহা আমদানি করে। গত বছরের একই সময়ের তুলনায় আমদানি বেড়েছে ৫ দশমিক ৫ শতাংশ।

খাতসংশ্লিষ্টরা জানান, প্রপার্টি খাতের বেশকিছু নির্দেশক দুর্বল থাকা সত্ত্বেও আমদানিতে লক্ষণীয় প্রবৃদ্ধি এসেছে। মার্চে নতুন বাড়ির দাম আট বছরের মধ্যে সবচেয়ে দ্রুতগতিতে কমেছে। ঋণ প্রবৃদ্ধির হারও ছিল সর্বনিম্ন পর্যায়ে। এ কারণে ভবন নির্মাণ ব্যাপক হারে কমেছে।

চীনের শীর্ষ আমদানি পণ্য অপরিশোধিত জ্বালানি তেল। তবে প্রথম প্রান্তিকে পণ্যটির চেয়েও আকরিক লোহা আমদানি হার ছিল বেশি। জানুয়ারি-মার্চ পর্যন্ত চীন ১৩ কোটি ৭৩ লাখ ৬০ হাজার টন অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করে, গত বছরের একই সময়ের তুলনায় যা দশমিক ৭ শতাংশ বেশি।

চাহিদা কম থাকা সত্ত্বেও আকরিক লোহা আমদানি বাড়ার কারণ হিসেবে অনেকে বলছেন, চীনের বন্দরগুলোয় প্রথম প্রান্তিকে আকরিক লোহার বিপুল পরিমাণ মজুদ তৈরি হয়েছে। মূলত মজুদ বাড়াতেই আমদানি বাড়ানো হয়েছে। বাজার পরামর্শক প্রতিষ্ঠান স্টিলহোমের দেয়া তথ্যমতে, ১২ এপ্রিল শেষ হওয়া সপ্তাহে চীনের বন্দরগুলোয় আকরিক লোহার মজুদ বেড়ে ১৪ কোটি ৩৬ লাখ টনে উন্নীত হয়েছে। এটি দুই বছরের মধ্যে সর্বোচ্চ মজুদ। এর আগে গত বছরের ২৭ অক্টোবর মজুদ কমে ১০ কোটি ৪৯ লাখ টনে নেমে গিয়েছিল, যা সাত বছরের সর্বনিম্ন। তবে বর্তমানে সে তুলনায় মজুদ বেড়েছে ৩৭ শতাংশ।

বিশেষজ্ঞরা বলছেন, বছরের প্রথম প্রান্তিকে চীনের জিডিপিতে প্রত্যাশার চেয়ে বেশি প্রবৃদ্ধি এসেছে। প্রপার্টি খাত আগামী দিনগুলোয় গতি ফিরে পাবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। ওই সময় চাহিদা বাড়ার আশায় মজুদ বাড়াচ্ছেন ব্যবসায়ীরা। 

এদিকে বর্তমানে নিম্নমুখী চাহিদার কারণে আকরিক লোহার দামও কম। সিঙ্গাপুরে গত ৩ জানুয়ারি ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে প্রতি টন আকরিক লোহা লেনদেন হয়েছিল ১৪৩ ডলার ৬০ সেন্টে। ৪ এপ্রিল দাম কমে ৯৮ ডলার ৩৬ সেন্টে নেমেছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন