চার বছরের মধ্যে সর্বনিম্ন বিনিময় হার ইন্দোনেশীয় রুপিয়ার

বণিক বার্তা ডেস্ক

ছবি : সংগৃহীত

চার বছরের মধ্যে সর্বনিম্নে নেমেছে ইন্দোনেশিয়ার মুদ্রার রুপিয়ার বিনিময় হার। দেশটিতে ডলারের বিনিময় হার এখন ১৬ হাজার রুপিয়ার বেশি। এ পরিস্থিতিতে দেশটির কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাটির অবস্থান পুনরুদ্ধারে পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছে। খবর দ্য স্ট্রেইট টাইমস।

স্থানীয় মুদ্রাকে সবল অবস্থায় ফেরাতে মূলত স্পট ও অভ্যন্তরীণ নন-ডেলিভারেবল ফরওয়ার্ড (এনডিএফ) মার্কেটে হস্তক্ষেপ করছে ব্যাংক ইন্দোনেশিয়া (বিআই)। কেন্দ্রীয় ব্যাংকের দাবি, রুপিয়ার বিনিময় হার দুর্বল হওয়ার পেছনে ভোক্তাদের ব্যয়সংক্রান্ত উদ্বেগ ও ডলারের শক্তিশালী অবস্থান প্রভাবক হিসেবে কাজ করেছে।

ইন্দোনেশিয়ান মুদ্রাটির বিনিময় হার গতকাল ১ দশমিক ৬ শতাংশ কমে ১৬ হাজার ১০৮ রুপিয়ায় নেমে এসেছে। ২০২০ সালের এপ্রিলের পর থেকে এটিই সবচেয়ে দুর্বল স্তর। সংশ্লিষ্টরা বলছেন, স্থানীয় বাজার ঈদুল ফিতরের ছুটি উপলক্ষে ৮-১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকার পর ১৬ এপ্রিল পুনরায় চালু হয়েছে। ফলে ভোক্তা ব্যয়ে প্রভাব পড়েছে।

স্থানীয় সময় গতকাল বেলা ১১টা ৩১ মিনিটে সিঙ্গাপুরী মুদ্রার বিপরীতে রুপিয়ার বিনিময় হার দশমিক ৯ শতাংশ কমে ১১ হাজার ৮৩০ রুপিয়ায় দাঁড়িয়েছে। এ নিয়ে চলতি বছরে সিঙ্গাপুরী ডলারের বিপরীতে ১ দশমিক ৩ শতাংশ দুর্বল হয়েছে রুপিয়া।

বিশ্লেষকরা বলছেন, ডলারের ক্রমাগত শক্তিশালী অবস্থান রুপিয়াকে প্রভাবিত করেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে বিদেশী পুঁজির বহিঃপ্রবাহের মধ্যে মুদ্রায় স্থিতিশীলতা বজায় রাখার চ্যালেঞ্জ। এমন পরিস্থিতিতে রুপিয়ার পতন ইন্দোনেশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের ওপর বাড়তি চাপ যোগ করেছে।

গত মার্চে ইন্দোনেশিয়ার বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩৬০ কোটি ডলারে দাঁড়িয়েছিল। ওই সময় দেশটির কর্তৃপক্ষ মুদ্রা ও বন্ড মার্কেটে হস্তক্ষেপ করেছিল।

গত পাঁচ বছরে ইন্দোনেশিয়ার সরকারি বন্ড ৮ বেসিস পয়েন্ট বেড়ে ৬ দশমিক ৬৭ শতাংশে পৌঁছেছে। 

নতুন প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর ব্যয় পরিকল্পনা ইন্দোনেশিয়ার বাজেটের ওপর চাপ সৃষ্টি করবে, এমন উদ্বেগে চলতি বছরের বেশির ভাগ সময় ধরে রুপিয়া চাপের মধ্যে রয়েছে। অন্যদিকে একই সময় যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সুদহার সংক্রান্ত সিদ্ধান্ত ডলারকে শক্তিশালী করেছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন