সিটিগ্রুপের আয় কমেছে প্রায় ২৭ শতাংশ

বণিক বার্তা ডেস্ক

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক বিনিয়োগ ব্যাংক ও আর্থিক পরিষেবা প্রতিষ্ঠান সিটিগ্রুপের আয়ে বড় ধরনের পতন ঘটেছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটির আয় ২০২৩ সালের একই সময়ের তুলনায় প্রায় ২৭ শতাংশ কমেছে। সম্প্রতি প্রকাশিত কোম্পানির আর্থিক ফলাফল অনুসারে এ তথ্য জানা যায়। খবর আনাদোলু। 

গত জানুয়ারি-মার্চ প্রান্তিকে ৩৩৭ কোটি ডলার নিট আয় হয়েছে বলে জানিয়েছে সিটিগ্রুপ, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৬ দশমিক ৭ শতাংশ কম। ২০২৩ সালের প্রথম প্রান্তিকে সিটি গ্রুপের নিট আয় ছিল ৪৬০ কোটি ডলার।

গত প্রান্তিকে যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম ব্যাংকিং প্রতিষ্ঠানটির মোট আয় দাঁড়িয়েছে ২ হাজার ১১০ কোটি ডলার, যা ২০২৩ সালের একই প্রান্তিকের তুলনায় ১ দশমিক ৬ শতাংশ কম। গত বছর প্রথম প্রান্তিকে সংস্থাটির মোট আয় ছিল ২ হাজার ১৪৫ কোটি ডলার। আর্থিক প্রতিবেদনের পর নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে সিটিগ্রুপের শেয়ারের দরপতন ঘটে ২ দশমিক ১২ শতাংশ।

আর্থিক ফলাফল অনুসারে, আমেরিকান আরেক বহুজাতিক আর্থিক পরিষেবা সংস্থা ওয়েলস ফার্গোরও প্রথম প্রান্তিকে নিট আয় কমেছে।

মার্চে শেষ হওয়া প্রথম প্রান্তিকে ওয়েলস ফার্গোর নিট আয় ছিল ৪৬২ কোটি ডলার, যা ২০২৩ সালের একই সময়ের ৫০০ কোটি ডলার থেকে ৭ দশমিক ৬ শতাংশ কম।

অন্যদিকে সংস্থাটির মোট আয় হয়েছে ২ হাজার ৭৩ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ের চেয়ে দশমিক ৬৪ শতাংশ কম। ২০২৩ সালের প্রথম প্রান্তিকে ওয়েলস ফার্গো আয় করে ২ হাজার ৮৬ কোটি মার্কিন ডলার। এ প্রতিবেদনে প্রকাশের পর নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে ওয়েলস ফার্গোর শেয়ারের দাম কমে দশমিক ১৮ শতাংশ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন