রুনা লায়লার সঙ্গে গাইলেন চার তরুণ শিল্পী

ফিচার প্রতিবেদক

ছবি: আলিফ রিফাত

উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার রুনা লায়লা। তার দীর্ঘদিনের সংগীত জীবনের পথচলায় এবারই প্রথম বাংলাদেশ টেলিভিশনের ঈদের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দ মেলা’য় গান গাইলেন। পুরনো নয়, একেবারে নতুন একটি মৌলিক গান গেয়েছেন তিনি। বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটনের লেখা ও আশরাফ বাবুর সুর সংগীতে ‘নতুন পৃথিবী’ শিরোনামের একটি গান গেয়েছেন রুনা লায়লা। আর এতে তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন কণা, সাব্বির, ইমরান ও ঝিলিক। 

আনন্দ মেলায় গান গাওয়া প্রসঙ্গে রুনা লায়লা বলেন, ‘এর আগে আমাকে আনন্দ মেলায় গান গাওয়ার কথা বিশেষভাবে বলেনি। বললে হয়তো গাওয়া হয়ে যেত। যাই হোক, দীর্ঘদিন পর হলেও এ অনুষ্ঠানের জন্য গান গাইতে পেরে ভালো লাগছে। আনজীর লিটনও এ গান খুব চমৎকার লিখেছে, সুর সংগীতও আশরাফ বাবু ভালো করেছে। আমার সঙ্গে এ প্রজন্মের শিল্পীরাও বেশ আন্তরিকতা নিয়ে গানটি গেয়েছে। বিটিভি কর্তৃপক্ষর প্রতি আন্তরিক ধন্যবাদ, এমনকি আনন্দ মেলার শুটিংয়ের সময় যে মানুষ আমার জন্য বারবার চেয়ারটি এনে দিয়েছে তাকেও বিশেষ ধন্যবাদ।’ 

কণা বলেন, ‘এটা এখনো আমার কাছে স্বপ্নের মতো মনে হয় যে আমাদের পরম শ্রদ্ধার-ভালোবাসার রুনা ম্যাম আমার পাশে দাঁড়িয়ে গান গাইছেন, তার সঙ্গে আমি ও আমরা গাইছি। জীবনে এমন দিন আসবে ভাবিনি কখনো। ধন্যবাদ রুনা ম্যামকে এ সুযোগ করে দেয়ার জন্য।’ 

এ গান নিয়ে উচ্ছ্বসিত সাব্বিরও। রুনা লায়লার সঙ্গে গান নিয়ে তিনি বলেন, ‘রুনা ম্যামের পাশে দাঁড়িয়ে একই গান গাইব, এমনটা কল্পনাও করিনি কখনো। কিন্তু এমন একটা কিছু হয়ে গেছে, বিশ্বাসই হচ্ছে না। তিনি এত বড় একজন শিল্পী, কিন্তু একজন অতি সাধারণ মানুষের মতো আমাদের সঙ্গে মেশেন, আদর করেন।’ 

ইমরান বলেন, ‘এর আগেও শ্রদ্ধেয় রুনা ম্যামের সঙ্গে গান গাওয়ার সুযোগ হয়েছে। কিন্তু বিটিভির সিগনেচার অনুষ্ঠান আনন্দ মেলায় ম্যামের সঙ্গে গাইতে পেরেছি, এটা স্মরণীয় হয়ে থাকবে।’ 

তরুণ শিল্পীদের মধ্যে ঝিলিক রীতিমতো রুনা লায়লার হাত থেকেই সেরা কণ্ঠের মুকুট পরেছিলেন। তাই রুনা লায়লার সঙ্গে গাওয়া তার আরো বিশেষ হয়ে উঠেছে। এ গান ও পারফরম্যান্স প্রসঙ্গে ঝিলিক বলেন, ‘সেরা কণ্ঠের সে বিজয় মুকুট ম্যামের হাত থেকে মাথায় পরার পর থেকে তার আশীর্বাদ নিয়ে এগিয়ে চলেছি। তিনি আমার কণ্ঠের প্রশংসা করেন সবসময়, এটাই আমার ভালো লাগা। আনন্দ মেলায় তার সঙ্গে গাইতে পেরে খুব ভালো লেগেছে।’

এছাড়া আনন্দ মেলা বিটিভির অনুষ্ঠানের একটি বিশেষ দিক। প্রতি বছর ইত্যাদির পাশাপাশি এ অনুষ্ঠানের প্রতিও দর্শকের থাকে বিশেষ আগ্রহ। মনিরুল ইসলাম ও ইয়াসির আরাফাতের প্রযোজনায় নির্মিত আনন্দ মেলা ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর বিটিভিতে প্রচার হবে। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন