ব্লাড ক্যান্সার

লিউকেমিয়ায় থাকে যেসব লক্ষণ

অধ্যাপক ডা. এম. এ. খান

ছবি : সংগৃহীত

রক্ত ও অস্থিমজ্জার মরণঘাতী ক্যান্সার লিউকেমিয়া। আমরা জানি, রক্তকোষ তৈরি হয় অস্থিমজ্জায়। এরপর ধাপে ধাপে পরিপক্ব হয়ে এটি রক্তে আসে। কোনো কারণে মাত্রাতিরিক্ত হারে ও অস্বাভাবিকভাবে এ রক্তকোষ তৈরি হলে সেগুলো পরিপক্ব হতে পারে না। তখন প্রচুর অপরিপক্ব, অকর্মণ্য ও অস্বাভাবিক রক্তকোষ রক্তপ্রবাহে চলে আসে। এ অস্বাভাবিক রক্তকোষ সুস্থ রক্তকোষের স্থান দখল করে রক্তের কার্যক্রমে ব্যাঘাত ঘটায়, যাকে লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সার বলে।

লিউকেমিয়ার প্রকারভেদ

 লিউকেমিয়া প্রধানত চার প্রকার।

 অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক

 লিউকেমিয়া অ্যাকিউট মায়েলয়েড লিউকেমিয়া 

 লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া ও

 ক্রনিক মায়েলয়েড লিউকেমিয়া।

ঝুঁকির কারণ

 প্রাকৃতিক ও কৃত্রিম তেজস্ক্রিয় পদার্থের বিকিরণ।

 রাসায়নিক বর্জ্য।

 কিছু ভাইরাস যেমন হিউম্যান লিম্ফোট্রপিক ভাইরাস ও কিছু কেমিক্যাল যেমন বেনজিন।

 তামাকের ব্যবহার অ্যাকিউট মায়েলয়েড লিউকেমিয়ার ঝুঁকি বাড়িয়ে দেয়।

 চুলে ডাইয়ের ব্যবহার।

 কৃত্রিম রঙ।

 কীটনাশক।

 উচ্চ চৌম্বকীয় ক্ষেত্র শিশুদের লিউকেমিয়ার ঝুঁকি বাড়ায়।

 গর্ভাবস্থায় মায়ের লিউকেমিয়া থাকলে শিশুরও হওয়ার আশঙ্কা থেকে যায়।

লিউকেমিয়ার উপসর্গ

  ক্লান্তি ও দুর্বলতা: লিউকেমিয়ার সবচেয়ে দৃশ্যমান ও সাধারণ উপসর্গ ক্লান্তি ও দুর্বলতা। লোহিত রক্তকণিকার ঘাটতির কারণে এ লক্ষণ দেখা যায়।

  ফ্যাকাসে ত্বক: একই কারণে তথা লোহিত রক্তকণিকার ঘাটতির ফলে ত্বকে ফ্যাকাসে ভাব চলে আসে।

  অল্পতেই রক্তপাত: সামান্য আঘাতেই রক্তপাত বা রক্ত জমার মতো সমস্যা দেখা দেয়। যেমন দাঁত ব্রাশের সময় দাঁতের গোড়া বা মাঢ়ি দিয়ে রক্তপাত হওয়া।

  ত্বকের নিচে লাল বিন্দু: ত্বকের নিচে রক্তক্ষরণজনিত ছোট ছোট লাল বিন্দু দেখা যেতে পারে।

  সহজেই সংক্রমিত হওয়ার প্রবণতা: জীবনযাপনে একটু এদিক-ওদিক হলে সহজেই অসুস্থ হয়ে যাওয়া।

  স্ফীত ও বর্ধিত মাঢ়ি: জিনজিভাল হাইপারপ্লাসিয়া তথা মাঢ়ির আকার বৃদ্ধি পাওয়া লিউকেমিয়ার উল্লেখযোগ্য উপসর্গ।

  ক্ষুধামান্দ্য ও ওজন কমে যাওয়া: লিউকেমিয়ার ক্ষেত্রে কিছু ক্যান্সার কোষ হজম প্রক্রিয়াকে (মেটাবোলিজমকে) ক্ষতিগ্রস্ত করে। তাই হঠাৎ দ্রুত ওজন কমে যেতে পারে।

  লসিকাগ্রন্থি ফুলে যাওয়া: ঘাড়, বগল ও কুঁচকিতে উল্লেখযোগ্য স্ফীত ও ব্যথাবিহীন লসিকাগ্রন্থি থাকতে পারে।

  পেট ভরা বা পেট ফাঁপা অনুভূতি: দীর্ঘ সময় পেট ভরা বা পেট ফাঁপা অনুভূত হলে লিউকেমিয়ার আশঙ্কা থেকে যায়।

  বাম পাঁজরের নিচের দিকে ব্যথা: লিউকেমিয়ার ক্ষেত্রে প্লিহা অস্বাভাবিক বড় হয়ে যায়। ফলে বুকের পাঁজরের বাম দিকে ব্যথা হতে পারে।

  রাতে ঘাম হওয়া: রাতের বেলায় হুট করে শরীরের তাপমাত্রা বেড়ে যেতে পারে। ফলে প্রচুর পরিমাণে ঘাম হতে পারে। অতিরিক্ত ঘামে শরীর ও বিছানার চাদর ভিজে যেতে পারে।

  ত্বকে র‌্যাশ: লিউকেমিয়ার সঙ্গে সম্পৃক্ত র‌্যাশের আকার-আকৃতি যেমনই হোক, এগুলোর মধ্যে একটি অভিন্ন বিষয় রয়েছে। তা হলো এগুলো বিকশিত হয় এবং ছড়াতে থাকে।

লেখক: সিনিয়র কনসালট্যান্ট, হেমাটোলজি অ্যান্ড হেমাটো-অনকোলজি 

ল্যাবএইড ক্যান্সার হসপিটাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন