টানা চতুর্থ দিনের মতো নিম্নমুখী আকরিক লোহার দাম

বণিক বার্তা ডেস্ক

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে ফের কমেছে আকরিক লোহার দাম। এ নিয়ে টানা চতুর্থ দিনের মতো নিম্নমুখিতায় ছিল ধাতুটির বাজার। খবর বিজনেস রেকর্ডার। বাজার পর্যবেক্ষকরা বলছেন, চীনের প্রপার্টি খাতে উদ্বেগ আকরিক লোহার বৈশ্বিক চাহিদাকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। এ খাতে গতি না ফিরলে ইস্পাতের ব্যবহার স্বাভাবিকভাবেই কমবে। আর ইস্পাত উৎপাদনের অন্যতম উপকরণ হিসেবে কমছে আকরিক লোহার চাহিদাও। এ আশঙ্কা দাম কমার ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করেছে। এছাড়া বন্দরগুলোয় আকরিক লোহার বাড়তি মজুদও মূল্যহ্রাসে সহায়তা করেছে।

চীনের ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে গতকাল (ডিসিই) সেপ্টেম্বরে সরবরাহ চুক্তিতে আকরিক লোহার দাম ২ দশমিক ২৪ শতাংশ কমেছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৭৪১ দশমিক ৫ ইউয়ানে। অন্যদিকে সিঙ্গাপুর এক্সচেঞ্জে মে মাসে সরবরাহ চুক্তিতে আকরিক লোহার বাজারদর ১ দশমিক ৯২ শতাংশ কমে টনপ্রতি ৯৯ ডলার ১০ সেন্টে নেমেছে।

ক্রেডিট রেটিং সংস্থা ফিচ গত বৃহস্পতিবার চীনের হাউজিং মার্কেটে নেতিবাচক প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে। সংস্থাটি জানায়, চলতি বছর দেশটিতে নতুন বাড়ি বিক্রি আগের বছরের তুলনায় ৫-১০ শতাংশ কমতে পারে।

চীনের সবচেয়ে বড় ডেভেলপার কান্ট্রি গার্ডেন। বৃহস্পতিবার কোম্পানিটির আর্থিক প্রতিবেদন প্রকাশের কথা থাকলেও তা পিছিয়েছে। অন্য শীর্ষ ডেভেলপার কোম্পানি ভাঙ্কের প্রকৃত মুনাফা গত বছর ৫০ দশমিক ৬ শতাংশ কমেছে।

বাজার পরামর্শক প্রতিষ্ঠান মাইস্টিল জানায়, চীনের প্রধান বন্দরগুলোয় আমদানীকৃত আকরিক লোহার মজুদ টানা চতুর্দশ সপ্তাহের মতো বেড়েছে। ২৮ মার্চ মোট মজুদের পরিমাণ দাঁড়িয়েছে ১৪ কোটি ৪৩ লাখ টনে, যা ২০২২ সালের এপ্রিলের পর সর্বোচ্চ। ব্রাজিল থেকে আকরিক লোহার আমদানি আরো বেড়েছে। গত সপ্তাহেই বেড়েছে ১ দশমিক ৮ শতাংশ।

বাজার পরামর্শক প্রতিষ্ঠান স্টিলহোমের দেয়া তথ্যানুসারে, গত সপ্তাহে চীনের ব্লাস্ট ফার্নেসগুলোর পরিচালন হার বেড়েছে দশমিক ৮১ শতাংশ। 

এদিকে ডিসিইতে ইস্পাত উৎপাদনের অন্যান্য উপকরণের মধ্যে কোকিং কয়লার দাম ৩ দশমিক ৫৯ ও কোকের দাম ২ দশমিক ৮২ শতাংশ কমেছে। সাংহাই ফিউচারস এক্সচেঞ্জে কমেছে বাজার আদর্শ ইস্পাতের দামও। রিবারের দাম ১ দশমিক ৩২ শতাংশ, হট রোলড কয়েলের দাম ১ দশমিক ৮১ ও ওয়্যার রডের দাম ১ দশমিক ৫৯ শতাংশ কমেছে। স্টেইনলেস ইস্পাতের দাম কমেছে দশমিক ১৫ শতাংশ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন