হাসানপুর দুর্ঘটনা

২৫ ট্রেনের বিলম্বে পূর্বাঞ্চলে মারাত্মক শিডিউল বিপর্যয়

সুজিত সাহা,চট্টগ্রাম ব্যুরো

ছবি: বণিক বার্তা

কুমিল্লায় রোববার বিজয় এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ায় চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিঘ্নিত হচ্ছে। পূর্বাঞ্চলের ২৫টি ট্রেনের বিলম্বের ফলে মারাত্মক শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। কিছু ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। দুর্ঘটনাস্থলকে ঘোষণা করা হয়েছে ডেড স্পট হিসেবে। লাইনচ্যুত হওয়া বগিগুলোর উদ্ধারকাজ শেষ না হওয়ায় পূর্বাঞ্চলের ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হতে আরো কিছুটা সময় লাগবে বলে মনে করছে রেলওয়ে কর্তৃপক্ষ। 

বিজয় এক্সপ্রেস আপ লাইনে চলাচল করলেও রোববারের দুর্ঘটনায় কোচগুলো লাইনচ্যুত হয়ে ডাউন লাইনও ব্লক হয়ে যায়। ফলে ঢাকা-চট্টগ্রাম রেলপথ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার ১৪ ঘণ্টা পর চট্টগ্রামমুখী ট্রেন চলাচল শুরু হলেও আপ লাইন বন্ধ থাকায় চলাচলে বাড়তি সময় লাগছে। 

উদ্ভূত পরিস্থিতিতে গতকাল চট্টগ্রাম-চাঁদপুর রুটের সাগরিকা এক্সপ্রেস (২৯ ও ৩০ নং) ট্রেনের যাত্রা বাতিল করা হয়। পূর্বাঞ্চলে এদিন বেলা ৩টা পর্যন্ত মোট সাতটি ট্রেনের শিডিউল বিপর্যয় হয়। এর মধ্যে মহানগর প্রভাতী ৫ ঘণ্টা ২৫ মিনিট বিলম্বে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়। ঢাকা থেকে সোনার বাংলা এক্সপ্রেস ৫ ঘণ্টা ১৫ মিনিট বিলম্বে ছেড়েছে। ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ৫ ঘণ্টা ৩০ মিনিট দেরিতে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। ৭২৩ নং উদয়ন এক্সপ্রেস ১২ ঘণ্টা ২৫ মিনিট বিলম্বে সিলেটের উদ্দেশে চট্টগ্রাম ত্যাগ করে। চট্টলা এক্সপ্রেস ৪ ঘণ্টা ৫০ মিনিট দেরিতে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। চট্টগ্রাম স্টেশন থেকে জামালপুরগামী বিজয় এক্সপ্রেস সকাল সোয়া ৯টার পরিবর্তে ৪৫ মিনিট দেরিতে ১০টায় ছেড়ে যায়। 

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম-চট্টগ্রাম) মো. সাইফুল ইসলাম বণিক বার্তাকে বলেন, ‘দুর্ঘটনার পর উদ্ধারকারী দুটি রিলিফ ট্রেন গিয়ে মধ্যরাতে একটি লাইন ক্লিয়ার করেছে। ট্রেন চলাচল স্বাভাবিক হলেও দীর্ঘ সময় আটকে থাকা ট্রেনগুলোর কারণে কিছুটা শিডিউল বিপর্যয় হয়েছে। মঙ্গলবারের মধ্যে শিডিউল বিপর্যয় কমে ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যাবে।’ 

রেলওয়ে পূর্বাঞ্চলের পাহাড়তলী কন্ট্রোল রুমের তথ্য বলছে, বিজয় এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার ১ ঘণ্টা আগে ৬০৩ নং কনটেইনার ট্রেন দুপুর ১২টা ৪০ মিনিটে গুণবতী স্টেশন ত্যাগ করে। দুপুর ১২টা ৫২ মিনিটে এটি হাসানপুর স্টেশনে পৌঁছায়। পণ্যবাহী ট্রেন হওয়ায় হাসানপুর স্টেশনে পৌঁছতে সময় লেগেছে ১২ মিনিট। যদিও আন্তঃনগর ট্রেনের একই দূরত্ব অতিক্রম করতে সময় লাগে ৭-৮ মিনিট। কোনো নাশকতা হলে ৬০৩ নং ট্রেন যাওয়ার পরই তা সংঘটিত হয়ে থাকতে পারে বলে আশঙ্কা রেলওয়ের পরিবহন বিভাগের।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন