জলবায়ু ন্যায্যতার দাবিতে নেত্রকোনায় মানববন্ধন ও আলোচনা সভা করেছে এনজিও অ্যালায়েন্স। গতকাল সকালে সদর উপজেলার ঠাকুরাকোনা রহিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করে সংস্থাটি। জলবায়ু অর্থায়নের সংজ্ঞা চূড়ান্ত ও অভিযোজন অর্থায়ন দ্বিগুণ করাসহ বিভিন্ন দাবিতে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনের পর শোভাযাত্রা শেষে বিদ্যালয়ের হলরুমে শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।