ট্রাস্ট ইসলামী লাইফের শেয়ারদর বেড়েছে ৬০%

নিজস্ব প্রতিবেদক

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) প্রক্রিয়া শেষে গত ১১ মে থেকে পুঁজিবাজারে লেনদেন শুরু করা ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে প্রায় ৬০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে আলোচ্য সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবচেয়ে বেশি দর বাড়ার তালিকায় শীর্ষে অবস্থান করছে কোম্পানিটি। স্টক এক্সচেঞ্জ সূত্রে তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, গত সপ্তাহের শুরুতে ডিএসইতে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারদর ছিল ২৮ টাকা ১০ পয়সায়। সপ্তাহ শেষে এ দর বেড়ে দাঁড়িয়েছে ৪৪ টাকা ৯০ পয়সায়। সে হিসাবে আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১৬ টাকা ৮০ পয়সা বা ৫৯ দশমিক ৭৯ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির মোট ৮ লাখ ৪১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে এ লেনদেন ছিল ১ লাখ ৬৮ হাজার ২০০ টাকা। 

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২২ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের জীবন বীমা তহবিল বেড়েছে ৬ কোটি ৪২ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যেখানে এ তহবিল বেড়েছিল ৩ কোটি ৪৯ লাখ টাকা। গত বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির মোট জীবন বীমা তহবিলের আকার দাঁড়িয়েছে ১৮ কোটি ৭৩ লাখ টাকায়। আগের হিসাব বছরের একই সময় শেষে এ তহবিল ছিল ১০ কোটি ৫৪ লাখ টাকায়। আলোচ্য সময় শেষে কোম্পানিটির আইপিও পূর্ববর্তী শেয়ার গণনায় শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১ টাকা ৪ পয়সায়, আইপিও পরবর্তী শেয়ার গণনায় যা দাঁড়ায় ৬ টাকা ৬২ পয়সায়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন