মেমোরি চিপ উৎপাদন ২৫% কমাচ্ছে স্যামসাং

বণিক বার্তা অনলাইন

দ. কোরিয়ার জিওংগি প্রদেশের হোয়াসিয়ংয়ে স্যামসাং ইলেকট্রনিকসের সেমিকন্ডাক্টর কমপ্লেক্স ছবি: দ্য কোরিয়া হেরাল্ড

মেমোরি চিপের উৎপাদন ২৫ শতাংশ কমাতে পারে স্যামসাং ইলেকট্রনিকস। বাজার চাহিদা হ্রাস ও মজুদ বৃদ্ধির কারণে উৎপাদন কমানোর পথে এগুচ্ছে শীর্ষ এ চিপ নির্মাতা কোম্পানিটি। গতকাল একদল বিশ্লেষকের বরাতে এ তথ্য জানায় দ্য কোরিয়া হেরাল্ড।

গত সপ্তাহে প্রথম প্রান্তিকের আয়-ব্যয়ের উপাত্ত প্রকাশ করেছে স্যামসাং। এতে দেখা গেছে, দক্ষিণ কোরীয় প্রযুক্তি জায়ান্টটির মুনাফা ১৪ বছরের সর্বনিম্নে দাঁড়িয়েছে। করোনা মহামারীতে সবচেয়ে সম্প্রসারমান খাত হিসেবে পরিচিত সেমিকন্ডাক্টর বা চিপ খাত গত কয়েক প্রান্তিকে সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। অন্যান্য চিপ নির্মাতা কোম্পানির মতো স্যামসাংয়েরও বিক্রি কমেছে। অবশ্য গত প্রান্তিকে স্যামসাংয়ের মেমোরি চিপ বিক্রি কতটুকু কমেছে তা নিশ্চিত করেনি প্রযুক্তি জায়ান্টটি।

তবে বাজার পরিস্থিতি বিবেচনায় দক্ষিণ কোরিয়ার স্থানীয় বিশ্লেষকরা বলছেন, মেমোরি চিপের উৎপাদন ১৫ থেকে ২৫ শতাংশ কমাতে পারে স্যামসাং।

শিল্প সূত্রগুলো বলছে, ডিডিআর৩ ও ডিডিআর৪ এর মতো সাশ্রয়ী ডির‍্যাম মডিউলগুলোর উৎপাদন কমাতে পারে স্যামসাং। বরং ডিডিআর৫ এর মতো উন্নততর মেমোরি চিপে ফোকাস দেবে শীর্ষ চিপ নির্মাতা কোম্পানিটি।

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন