টিকটক বিক্রি হবে না বলে জানিয়েছে বাইটড্যান্স

বণিক বার্তা ডেস্ক

ছবি : বণিক বার্তা ( ফাইল ছবি)

ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক নিয়ে বিল পাস করেছে যুক্তরাষ্ট্রের সিনেট। তারা শর্ত দিয়েছে, অ্যাপটি যুক্তরাষ্ট্রের কোনো কোম্পানির কাছে বিক্রি করতে হবে। অথবা যুক্তরাষ্ট্র তার দেশে অ্যাপটি নিষিদ্ধ করবে। এ সবকিছুর পরিপ্রেক্ষিতে টিকটকের মালিকানাধীন প্রতিষ্ঠান বাইটড্যান্স জানিয়েছে, তারা এ অ্যাপ বিক্রি করবে না। খবর বিবিসি।

প্রতিষ্ঠানটি তার মালিকানাধীন মিডিয়া প্লাটফর্ম তোয়োশিয়াওতে অফিশিয়াল অ্যাকাউন্টের মাধ্যমে জানায়, ‘‌বাইটড্যান্সের টিকটক বিক্রির কোনো পরিকল্পনা নেই।’ তবে টিকটক এ ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেনি।

চলতি সপ্তাহের শুরুতে টিকটক জানায়, তারা যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করতে আদালতে যাবে। প্রযুক্তি ওয়েবসাইট দি ইনফরমেশনের এক প্রতিবেদনে বলা হয়, বাইটড্যান্স যুক্তরাষ্ট্রে টিকটক অ্যাপটি বিক্রির কথা ভাবছে। এ প্রতিবেদনের প্রতিক্রিয়ায় বাইটড্যান্স জানায়, ‌টিকটক বিক্রি করা নিয়ে বিদেশী মিডিয়ার প্রতিবেদন সত্য নয়। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিক্রি বা নিষেধাজ্ঞা সম্পর্কিত এ আইনে স্বাক্ষর করেছেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন