বাণিজ্যিক জমি কেনার সিদ্ধান্ত

২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেডের পর্ষদ সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে। পাশাপাশি কোম্পানিটির পর্ষদ গুলশান-২-এ প্রায় ১৩ ডেসিমল বাণিজ্যিক জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল ডিএসইর মাধ্যমে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি। 

তথ্য অনুসারে, ২০২২ হিসাব বছরে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ৩০ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৮ টাকা ৪৩ পয়সা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির ইপিএস কমেছে ১ টাকা ১৩ পয়সা। এ ইপিএস কমার কারণ হিসাবে কোম্পানিটি জানিয়েছে, আলোচ্য হিসাব বছরে তাদের সাবসিডিয়ারি কোম্পানি থেকে মুনাফা কমেছে। পাশাপাশি বীমা দাবি বাবদ কোম্পানিটির ব্যয়ও বেড়েছে। এসব কারণে কোম্পানিটির ইপিএস কমে গেছে। গত বছরের ৩১ ডিসেবম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৬৮ টাকা ৯৬ পয়সায়। 

এদিকে কোম্পানিটির পর্ষদ রাজধানীর গুলশান-২-এ আনুমানিক ১২ দশমিক ৮৯ ডেসিমল জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। এ জমি কিনতে রেজিস্ট্রেশন ও আনুষঙ্গিক ব্যয় বাদে কোম্পানিটির মোট খরচ হবে ৭৫ কোটি টাকা। এ বিষয়ে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন চাইবে কোম্পানিটি। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন