আলহাজ টেক্সটাইলের শেয়ারদর বেড়েছে ৬%

নিজস্ব প্রতিবেদক

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল মাত্র চারটি কোম্পানির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেডের। এদিন কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৬ শতাংশের বেশি। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। 

বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল লেনদেনের শুরুতে ডিএসইতে আলহাজ টেক্সটাইল মিলসের শেয়ারদর ছিল ১৪৬ টাকা ৩০ পয়সা। দিনশেষে এ দর বেড়ে দাঁড়িয়েছে ১৫৫ টাকা ৪০ পয়সায়। দিনের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৯ টাকা ১০ পয়সা বা ৬ দশমিক ২২ শতাংশ। গতকালা কোম্পানিটির মোট ৫ লাখ ৯৬ হাজার ৬৪৫টি শেয়ার লেনদেন হয়েছে, যার আর্থিক মূল্য ৯ কোটি ১৪ লাখ ৯০ হাজার টাকা।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছিল ১২ পয়সা। আর সর্বশেষ দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২১ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৯ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯ টাকা ৪৭ পয়সায়।

আলোচ্য সময়ে লোকসান হওয়ার কারণ হিসেবে কোম্পানিটি জানিয়েছে, এ সময়ে তাদের উৎপাদন খরচ বাড়ার পাশাপাশি পণ্যের বিক্রয়মূল্য কমেছে। পাশাপাশি প্রশাসনিক ব্যয় বাড়ায় আলোচ্য সময়ে কোম্পানিটিকে লোকসান গুনতে হয়েছে। 

সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৩ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে আলহাজ টেক্সটাইল মিলসের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৯১ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২৬ পয়সা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন