
বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) পরিচ্ছন্নতা কার্যক্রমে গতি ফিরিয়ে আনতে উদ্যোগ নেয়া হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক গত বৃহস্পতিবার শেবাচিম হাসপাতাল পরিদর্শনে এলে টনক নড়ে কর্তৃপক্ষের। তার পরিদর্শনের একদিন আগে চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীদের দৌড়ঝাঁপ শুরু হয়। হাসপাতালের সর্বত্রই চলে ঘষামাজা ও পরিচ্ছন্নতা কার্যক্রম। এখন থেকে এ কার্যক্রম অব্যাহত রাখার উদ্যোগ নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সপ্তাহের প্রতি মঙ্গলবার দিনব্যাপী কর্মচারীদের নিয়ে এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করবেন বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক।