
সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি জেনারেশন নেক্সট ফ্যাশনস লিমিটেড। এ নগদ লভ্যাংশ বিতরণ করায় ১৫ জানুয়ারি থেকে কোম্পানিটিকে লেনদেনের জন্য ‘জেড’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে পাঠিয়েছে ডিএসই। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গিয়েছে।
মূলত ২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশের সুপারিশ করেনি জেনারেশন নেক্সট ফ্যাশনসের পরিচালনা পর্ষদ। কিন্তু কোম্পানিটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ সিদ্ধান্তে পরিবর্তন এনে ১ শতাংশ নগদ লভ্যাংশের অনুমোদন দেন শেয়ারহোল্ডাররা।