কর্মক্ষেত্রে সাইবার নিরাপত্তায় উদাসীন জেনারেশন জি

বণিক বার্তা ডেস্ক

ব্যক্তিগত পরিধির পাশাপাশি কর্মক্ষেত্রে সাইবার নিরাপত্তা অত্যন্ত জরুরি। তবে বর্তমানে জেনারেশন জি বা তরুণ কর্মীরা সাইবার নিরাপত্তা বিষয়ে অনেকটাই উদাসীন। যে কারণে তাদের প্রতিষ্ঠান প্রায় সময়েই বড় ধরনের সমস্যা বা ক্ষতির সম্মুখীন হচ্ছে বলে সম্প্রতি এক গবেষণা সূত্রে উঠে এসেছে। খবর টেকরাডার।

প্রতিষ্ঠান প্রদত্ত ডিভাইস ব্যবহারকারী এক হাজার কর্মী নিয়ে গবেষণা কার্যক্রম পরিচালনা করে পেশাদার সার্ভিস ফার্ম ইওয়াই দেখতে পায়, জেনারেশন জি এন্টারপ্রাইজের কর্মীরা সাইবার নিরাপত্তার বিষয়ে তাদের অন্যান্য প্রতিযোগী প্রতিষ্ঠানের তুলনায় নীতিমালা না মানার পাশাপাশি অনেকটাই উদাসীন। তবে জরিপে অংশ নেয়া প্রতি পাঁচজনের চারজন (৮৩ শতাংশ) দাবি জানিয়েছেন তারা তাদের নিয়োগদাতাদের নিরাপত্তা প্রটোকলের বিষয়টি বুঝতে পেরেছে।

বাধ্যতামূলক বা জরুরি তথ্যপ্রযুক্তিগত পরিবর্তন আনার বিষয়ে ৫৮ শতাংশ জেন জি ৪২ শতাংশ পুরনোরা যতদিন পর্যন্ত সম্ভব এটি এড়িয়ে যেতে চাইবে। এদিক জেন এক্সারস বেবি বুমারদের মধ্যে এর হার যথাক্রমে ৩১ ১৫ শতাংশ। তরুণদের মধ্যে ব্যক্তিগত বিজনেস অ্যাকাউন্টে একই পাসওয়ার্ড ব্যবহারের প্রবণতাও বেশি।

অন্যদিকে জেন জি মিলেনিয়ালদের মধ্যে অর্ধেকের বেশি প্রায় সময় বা অধিকাংশ ক্ষেত্রে তাদের কর্মস্থলে ব্যবহূত ডিভাইসে ওয়েব ব্রাউজিং কুকিজ সংরক্ষণের অনুমতি দেয়। যেখানে জেন এক্স ওয়ার্কার বেবি বুমারদের মধ্যে এর হার ৩১ ১৮ শতাংশ।

ইওয়াই আমেরিকার কনসাল্টিং সাইবার নিরাপত্তা প্রধান তপন শাহ বলেন, কর্মীদের আচরণের পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা কৌশল পুনর্গঠনের এখনই সময়।

প্রযুক্তির সঙ্গে আগে থেকে পরিচিতি থাকায় সবসময় এর সঙ্গে থাকায় তরুণরা প্রযুক্তিগত পরিবর্তনের বিষয়ে উদাসীন বলেও জানিয়েছেন অনেকে। এদিক থেকে প্রযুক্তিগত বিষয়ে বেশি নিশ্চিন্ত থাকলে তা এন্টারপ্রাইজের তরুণ কর্মীদের সাইবার আক্রমণের অন্যতম লক্ষ্যবস্তুতে পরিণত করে তোলে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন