চ্যাম্পিয়ন্স লিগ ২০২২-২৩

সিমেওনের হতাশা, সিমেওনের আনন্দ

ক্রীড়া ডেস্ক

নাপোলি স্ট্রাইকার সিমেওনের গোলের আনন্দ

স্পেন ইউরোপের অন্যতম শক্তিশালী দল অ্যাতলেটিকো মাদ্রিদকে - গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের কাছাকাছি পৌঁছে গেল বেলজিয়ামের ক্লাব ব্রুগ আর্জেন্টাইন কোচ দিয়েগো সিমেওনের দলবিগ্রুপে টেবিলের তলানিতে অবস্থান করলেও তার ছেলে জিওভান্নির দল নাপোলি এখন উড়ছে, অবস্থান করছেগ্রুপের শীর্ষে মঙ্গলবার রাতে আয়াক্সের মাঠে নেপলসদের - গোলের বিশাল জয়ে অবদান রাখেন জিওভান্নিও

 

এটা গ্রুপ পর্বে ক্লাব ব্রুগের তৃতীয় জয় পূর্ণ পয়েন্ট নিয়ে তারা নকআউটের কাছাকাছি বাকি তিন দলেরই (এফসি পোর্তো, লেভারকুসেন অ্যাতলেটিকো) ঝুলিতে সমান তিন পয়েন্ট ক্লাব ব্রুগের উত্তরণ প্রায় নিশ্চিত বাকি তিন দলের মধ্যে একটি যাবে শেষ ষোলোয়

 

মঙ্গলবার হার শেষে অ্যাতলেটিকো কোচ দিয়েগো সিমেওনে বলেন, এটা ভালো একটি ম্যাচ ছিল, আমরা প্রথমার্ধ নিয়ন্ত্রণ করেছি এবং কিছু গোলের সুযোগও পেয়েছি কিন্তু সেই সুযোগগুলো আমরা কাজে লাগাতে পারিনি আর শেষের দিকে তাদের গোলকিপারই ম্যাচে ব্যবধান গড়ে দেয় চ্যাম্পিয়ন্স লিগে এখনো অনেক খেলা বাকি, এখনো অনেক প্রতিদ্বন্দ্বিতার সুযোগ, কাজেই আমি ইতিবাচকই থাকব

 

আর্জেন্টাইন কোচ আরো বলেন, আমরা আজ শক্তিশালী এক ক্লাব ব্রুগকে দেখলাম কিন্তু এজন্য আমরা তৈরিও ছিলাম প্রথমার্ধে আমরা খুবই শক্তিশালী ছিলাম যদিও আমরা নির্ভুল ছিলাম না এবং আত্মবিশ্বাসেরও ঘাটতি ছিল

 

আতোয়াঁ গ্রিজম্যান পেনাল্টি মিস না করলে ম্যাচের ব্যবধান কমাতে পারতো অ্যাতলেটিকো, কিংবা ম্যাচের ফলও ভিন্ন হতে পারতো তার শট ক্রসবারে লেগে ফিরে আসে কথা মনে করিয়ে দিয়ে সিমেওনে বলেন, পেনাল্টিটি ভেতরে যায়নি, সেটা কিন্তু গোটা ম্যাচই পাল্টে দিতে পারতো কিন্তু আমরা এখনই হাল ছাড়িনি এখনো তিনটি ম্যাচ বাকি আছে


 

আগামী বুধবার ক্লাব ব্রুগের বিপক্ষে ফিরতি ম্যাচ খেলবে অ্যাতলেটিকো তার আগে শনিবার লা লিগায় তারা খেলবে জিরোনার বিপক্ষে

এদিকে, আয়াক্সের মাঠে প্রথমে গোল হজম করেও শেষ পর্যন্ত ডাচ ক্লাবটিকে বিধ্বস্ত করেছে নাপোলি ইতালির দলটির হয়ে গোল করেন জিয়াকোমো রাসপাদোরি (২টি), জিওভান্নি ডি লরেঞ্জো, পিওতর জিলিনস্কি, কিভিচা কারাতখেলিয়া জিওভান্নি সিমেওনে

 

মঙ্গলবারগ্রুপের আরেক ম্যাচে রেঞ্জার্সকে - গোলে হারিয়েছে লিভারপুলসিগ্রুপ ম্যাচে ইন্টার মিলানের মাঠে - গোলে হেরেছে বার্সেলোনা, একই রাতে ভিক্টোরিয়া প্লজেনকে - গোলে হারায় বায়ার্ন মিউনিখ

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন