নারী এশিয়া কাপ টি২০

নিগারকে অধিনায়ক করে বাংলাদেশ দল ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক

সদ্যই সংযুক্ত আরব আমিরাতে আয়ারল্যান্ডকে হারিয়ে টি২০ বিশ্বকাপ বাছাইপর্বে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ নারী ক্রিকেট দল মঙ্গলবার সকালে দেশে ফিরছে। তারা দেশে ফেরার আগেই আজ সন্ধ্যায় নিগার সুলতানাকে অধিনায়ক করে বাংলাদেশ স্কোয়াড ঘোষণা করেছে।

 

আগামী ১ অক্টোবর থেকে ১৫ অক্টোবর সিলেটে বসছে এবারের এশিয়া কাপ ক্রিকেট আসর। আগামী বছরের টি২০ বিশ্বকাপ সামনে রেখে এবারের এশিয়া কাপও টি২০ ফরম্যাটে অনুষ্ঠিত হবে।

 

সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ১ অক্টোবর বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের এশিয়া কাপের। উল্লেখ্য, সদ্যই আরব আমিরাতে সেমিফাইনালে থাইল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের টিকিট পায় বাংলাদেশ।

 

এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। ২০১৮ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত টি২০ ফরম্যাটের আসরে ফাইনালে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়ার সেরা হয় বাংলাদেশ।

 

এবারের এশিয়া কাপে অংশ নেবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, থাইল্যান্ড, মালয়েশিয়া ও আরব আমিরাত।

 

এশিয়া কাপের বাংলাদেশ স্কোয়াড:

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), শামীমা সুলতানা, ফারজানা হক পিংকি, রুমানা আহমেদ, রিতু মনি, লতা মন্ডল, সালমা খাতুন, শোভানা মোস্তারি, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, জাহানারা আলম, ফাহিমা খাতুন, শানজিদা আক্তার মেঘলা, ফারিহা ইসলাম তৃষা, সোহেলি আক্তার। অপেক্ষমান তালিকা: মারুফা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, নুজহাত তাসনিয়া ও রাবেয়া খান।   

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন