ইতালির প্রধানমন্ত্রী হওয়ার পথে জর্জিয়া মেলোনি

বণিক বার্তা ডেস্ক

গতকাল জাতীয় নির্বাচনে ভোট দিয়েছেন ইতালির নাগরিকরা। এতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী প্রথমবারের মতো কোনো ডানপন্থী দলের বিজয়ের সম্ভাবনা স্পষ্ট। সবকিছু ঠিক থাকলে জর্জিয়া মেলোনি হবেন দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে তথ্য উঠে এসেছে।

ইতালির স্থানীয় সময় রাত ১১টা পর্যন্ত পাঁচ কোটিরও বেশি ভোটার ভোট দেবেন। প্রেসিডেন্ট সার্জিও মাতারেল্লা সিসিলিয়ান রাজধানী পালেরমোতে সকালে ভোট দিয়েছেন। এবারের নির্বাচনে জর্জিয়া মেলোনির প্রধান প্রতিদ্বন্দ্বী মধ্য বামপন্থী নেতা এনরিকো লেত্তা। তিনি রোমে ভোট দিয়েছেন। মেলোনি ভোট দিয়েছেন মিলানে।

ইউক্রেনে আক্রমণের পর রাশিয়ার ওপর জারি করা পশ্চিমা নিষেধাজ্ঞার প্রতি সমর্থন জানিয়েছেন জর্জিয়া মেলোনি। কিন্তু তিনি ফ্যাসিবাদীদের পুরনো স্লোগানকে ধারণ করেন। তিনি কথা বলেছেন এলজিবিটি লবির বিরুদ্ধে এবং অভিবাসীদের ঠেকাতে লিবিয়া ঘিরে নৌ অবরোধের আহ্বান জানিয়েছেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন