যশোর মণিহার

হাওয়া দেখতে চলচ্চিত্রপ্রেমীদের উপচে পড়া ভিড়

নিজস্ব প্রতিবেদক

মেজবাউর রহমান সুমনের প্রথম সিনেমাহাওয়াবাংলা সিনেমার পালে নতুন হাওয়া দিয়েছে। একদিকেসাদা সাদা, কালা কালাগানে যেমন পুরো দেশ মাতোয়ারা, তেমনি সিনেমাটির প্রশংসায় পঞ্চমুখ বেশির ভাগ দর্শক। হাওয়ার উন্মাদনা পৌঁছে গেছে যশোর শহরেও।

শুক্রবার ছিল ছুটির দিন। রৌদ্রোজ্জ্বল শ্রাবণের আকাশ। তাপদাহে ঘেমে নেয়ে একাকার। কেউ এসেছেন সিনেমা দেখতে, কেউ আবার অগ্রিম টিকিট কাটতে। কাউন্টারের সামনে টিকিট নিয়ে উচ্ছ্বসিত দর্শকদের ভিড়। লাইন ধরে হলে প্রবেশ করছেন তারা। শনিবারও ছিল যশোর মণিহার সিনেমা হলে দর্শকদের বাঁধভাঙা জোয়ার। এদিন মণিহার সিনেমা হলে প্রদর্শিত হচ্ছিল বহুল আলোচিত সিনেমা হাওয়া। হল কর্তৃপক্ষ বলছেন, পাঁচ বছরের মধ্যে এমন দর্শকদের সাড়া আর পাওয়া যায়নি।

সিনেমা হলের টিকিট বিক্রেতারা বলেন, হাওয়া সিনেমা নিয়ে চলচ্চিত্রপ্রেমীদের মাঝে উন্মাদনা দেখা দিয়েছে। সিনেমার পোস্টার, ট্রেলার গান প্রকাশের পর সেগুলো লুফে নিয়েছেন সবাই।

হাওয়া মুক্তির আগে সংবাদমাধ্যমে সাধারণ শিরোনাম ছিল—‘হাওয়া টিকিট হাওয়া। তবে কেবল মুক্তির আগে নয়, যশোর মণিহার প্রেক্ষাগৃহে মুক্তির পর শুক্র শনিবার ছবিটির টিকিট পেতে রীতিমতো সংগ্রাম করতে হয়েছে দর্শকদের, যা সাম্প্রতিক অতীতে কোনো বাংলা সিনেমার ক্ষেত্রে দেখা যায়নি। হাওয়া সিনেমা মুক্তির পর থেকেই সাফল্যের হাওয়ায় ভাসছে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি। মুক্তির পর থেকেই সিনেমাটি দেখার জন্য দর্শকের উপচে পড়া ভিড়। প্রেক্ষাগৃহগুলোয় তাত্ক্ষণিক টিকিট পাওয়া যাচ্ছে না। দর্শকের চাপে দু-তিনদিন আগে অগ্রিম টিকিট কিনে তারপর সিনেমাটি দেখতে হচ্ছে সবাইকে।

যশোর বেজপাড়া এলাকার রবিউল ইসলাম বলেন, ‘সাদা সাদা, কালা কালা গান শুনে সিনেমা দেখার মনস্থির করলাম। যে কারণে গতকাল অনেক কষ্ট করে টিকিট সংগ্রহ করে সিনেমা উপভোগ করেছি। বেশ ভালো লেগেছে। আসলে আমাদের দেশে এখন তো ভালো মানের সিনেমা হয় না। যা হয় তা পরিবার নিয়ে দেখা যায় না। উপশহর এলাকার সোহেল রানা বলেন, পরিবার নিয়ে দেখার মতো সিনেমা। ধরনের সিনেমা নির্মাণ হলে বাংলা চলচ্চিত্র আবারো ঘুরে দাঁড়াবে।

যশোর মণিহার সিনেমা হলের ম্যানেজার তোফাজ্জেল হোসেন বলেন, চার-পাঁচ বছর পর এমন দর্শকদের সাড়া পাওয়া গেল। আগে থেকেই টিকিট বুকিং হয়ে যাচ্ছে হাওয়া সিনেমার জন্য। আমাদের হলে হাজার ৩৪টি সিট রয়েছে যার সবই বুকিং ছিল গতকাল।   

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন