মীরসরাইয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত

বণিক বার্তা প্রতিনিধি, মিরসরাই

ছবি : সংগৃহীত

চট্টগ্রামের মীরসরাই উপজেলায় ট্রেনের ধাক্কায় পর্যটকবাহী মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। আজ শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে বারতাকিয়া রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের মিরসরাই ও সীতাকুণ্ডের দুটি ইউনিট উদ্ধার কাজ শুরু করে। ১২ জনকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ১১ জন মৃত ও একজন আহত। আহত ব্যক্তিকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে স্থানীয় হাসাপাতালে পাঠানো হয়েছে। মাইক্রোবাসের আরোহীদের মধ্যে দুইজন সুস্থ আছেন বলে জানা গেছে। 

মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন সংবাদমাধ্যমকে বলেছেন, খৈয়াছড়া ঝরনায় ভ্রমণ শেষে ফেরার পথে পর্যটকবাহী মাইক্রোবাসটি বারতাকিয়া রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ১১ জন নিহত হয়েছেন। 

চট্টগ্রাম রেলওয়ে পুলিশ সুপার মো. হাসান চৌধুরী বলেছেন, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী মহানগর প্রভাতী ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত হয়েছেন। আরো কয়েকজন যাত্রী আহত হয়েছেন। ধাক্কা দিয়ে মাইক্রোবাসটি অনেকদূর নিয়ে যায় ট্রেনটি।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন