এক্সচেঞ্জের কাছে টি প্লাস ওয়ানের কর্মপরিকল্পনা জানতে চেয়েছে বিএসইসি

নিজস্ব প্রতিবেদক

দেশের দুই স্টক এক্সচেঞ্জের কাছে টি প্লাস ওয়ান সেটেলমেন্ট বাস্তবায়নের কর্মপরিকল্পনা জানতে চেয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গত রোববার জারি করা চিঠিতে সাতদিনের মধ্যে কর্মপরিকল্পনা জমা দিতে বলা হয়েছে দুই স্টক এক্সচেঞ্জকে। পাশাপাশি সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডকে (সিডিবিএল) বিষয়ে চিঠি দেয়া হয়েছে।

বিএসইসির চিঠিতে সাতদিনের মধ্যে বি ক্যাটাগরির শেয়ারে টি প্লাস ওয়ান বাস্তবায়নের জন্য বিস্তারিত পরিকল্পনা পদক্ষেপ সম্পর্কে কমিশনকে জানাতে বলা হয়েছে। পাশাপাশি এটি বাস্তবায়নে সেটেলমেন্ট সাইকেল, বিধি প্রবিধানসহ সুনির্দিষ্ট নীতিমালা জমা দিতে বলা হয়েছে।

বিষয়ে জানতে চাইলে বিএসইসির নির্বাহী পরিচালক মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বণিক বার্তাকে বলেন, কমিশন অনেকদিন ধরেই টি প্লাস ওয়ান বাস্তবায়ন করতে চাইছে। এটি বাস্তবায়িত হলে পুঁজিবাজারে লেনদেন তারল্য সরবরাহ বাড়বে। কিন্তু এক্ষেত্রে স্টক এক্সচেঞ্জের সক্ষমতা বিধিবিধানের বিষয় রয়েছে। কারণেই তাদের কাছে কর্মপরিকল্পনা জানতে চাওয়া হয়েছে। স্টক এক্সচেঞ্জের জবাব পাওয়ার পর কমিশন বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

রাশিয়া-ইউক্রেন সংঘাতের পরিপ্রেক্ষিতে দেশের পুঁজিবাজার পরিস্থিতি অস্থির হয়ে উঠলে সেই সময় বাজার স্থিতিশীলতায় কমিশনের পক্ষ থেকে বেশকিছু পদক্ষেপ নেয়ার ঘোষণা দেয়া হয়েছিল। এর মধ্যে অন্যতম ছিল টি প্লাস ওয়ান বাস্তবায়ন। এটি বাস্তবায়িত হলে আগের দিন শেয়ার বিক্রি করলে সেটি পরের দিনই নিষ্পত্তি হয়ে যাবে। বর্তমানে দেশের পুঁজিবাজারে টি প্লাস টু চালু রয়েছে। ফলে শেয়ার বিক্রির পর সেটি নিষ্পত্তি হতে তিনদিন পর্যন্ত সময় লেগে যায়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন