তমিজউদ্দিন টেক্সটাইল মিলস

৩৯ কোটি টাকার কোম্পানি ৮ মাসে হয়ে গেল ৭৮০ কোটি!

নিজস্ব প্রতিবেদক

ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেট থেকে গত বছরের ১৩ জুন স্টক এক্সচেঞ্জের মূল মার্কেটে আসে বস্ত্র খাতের কোম্পানি তমিজউদ্দিন টেক্সটাইল মিলস লিমিটেড। এর পর থেকেই কোম্পানিটির শেয়ারদর লাগামহীন বাড়ছে। এতে মূল মার্কেটে আসার মাত্র আট মাসের মধ্যেই ৩৯ কোটি টাকা থেকে বেড়ে কোম্পানিটির বর্তমান ভ্যালুয়েশন দাঁড়িয়েছে ৭৮০ কোটি টাকায়।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর দিন গত বছরের ১৩ জুন তমিজউদ্দিন টেক্সটাইল মিলসের শেয়ারের সমাপনী দর ছিল ১৩ টাকা পয়সা। সেই হিসাবে সে সময় কোম্পানিটির ভ্যালুয়েশন ছিল ৩৯ কোটি ৬৮ লাখ টাকা। সর্বশেষ গত রোববার কোম্পানিটির শেয়ারদর ছিল ২৫৯ টাকা ৬০ পয়সা। সেই হিসাবে কোম্পানিটির সর্বশেষ ভ্যালুয়েশন দাঁড়িয়েছে ৭৮০ কোটি ৪৮ লাখ টাকায়। আট মাসে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১৯ গুণেরও বেশি।

ডিএসইতে গত ১৫ ফেব্রুয়ারি কোম্পানিটির লাখ ৯৫ হাজার ৬৭৪টি শেয়ার লেনদেন হয়েছে, যা গত আট মাসের মধ্যে সর্বোচ্চ। এদিন কোম্পানিটির শেয়ারদর সর্বোচ্চ ৩০১ টাকা ৩০ পয়সায় উঠেছিল। অবশ্য এর পর থেকে কোম্পানিটির শেয়ারদর নিম্নমুখী। কোম্পানিটির শেয়ারদর লেনদেন বাড়ার কারণ জানতে চেয়ে স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকেও একাধিকবার চিঠি দেয়া হয়েছে। এর জবাবে কোম্পানি কর্তৃপক্ষ কোনো ধরনের মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে জানায়।

বাজারসংশ্লিষ্টরা বলছেন, আট মাসে কোম্পানিটির শেয়ারদর এভাবে লাগামহীনভাবে বাড়ার কোনো যৌক্তিক কারণ নেই। কারসাজি করে কোম্পানির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ানো হয়েছে। বাজারে ধরনের প্রবণতা চলতে থাকলে ভালো বিনিয়োগকারীরা এখানে বিনিয়োগে নিরুৎসাহিত হবেন।

চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে টাকা ৬০ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল টাকা ৮৩ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮২ টাকা ৯৬ পয়সায়।

সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরে তমিজউদ্দিন টেক্সটাইলের ইপিএস হয়েছে টাকা পয়সা। আগের হিসাব বছরে যা ছিল টাকা ১৮ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৮২ টাকা ৩০ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ৮০ টাকা ৫০ পয়সা। ২০২০-২১ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ায় কোম্পানিটি জেড থেকে ক্যাটাগরিতে উন্নীত হয়েছে।

১৯৯২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় তমিজউদ্দিন টেক্সটাইল। কোম্পানিটির অনুমোদিত মূলধন ৩৫ কোটি টাকা। বর্তমানে পরিশোধিত মূলধন ৩০ কোটি লাখ ৫০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ২১৭ কোটি ৩৭ লাখ টাকা। মোট শেয়ার কোটি ৬৪ হাজার ৭৬৭টি। এর ৬১ দশমিক ২৩ শতাংশ রয়েছে কোম্পানিটির উদ্যোক্তা-পরিচালকদের হাতে। এছাড়া দশমিক ২৯ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বাকি ৩৮ দশমিক ৪৮ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে কোম্পানিটির শেয়ারের মূল্য আয় অনুপাত (পিই রেশিও) ১২৬ দশমিক ৬৩, হালনাগাদ প্রান্তিক প্রতিবেদনের ভিত্তিতে যা ৪৯ দশমিক ৯২।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন