রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য শাহ আজম

বণিক বার্তা প্রতিনিধি, রাবি ও সিরাজগঞ্জ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মার্কেটিং বিভাগের অধ্যাপক . শাহ আজম।  চার বছরের জন্য তাকে উপাচার্য পদে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়ের আচার্য আবদুল হামিদ। গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মাহমুদুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তথ্য নিশ্চিত করা হয়েছে।

নিয়োগপত্রে বলা হয়, মেয়াদ চার বছর হলেও রাষ্ট্রপতি চ্যান্সেলর মনে করলে এর আগেও নিয়োগাদেশ বাতিল করতে পারবেন। উপাচার্য পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতা পাবেন। বিধি অনুযায়ী অন্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয়ে অবস্থান করবেন।

অধ্যাপক শাহ আজম ১৯৯৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগে প্রভাষক পদে যোগ দেন। ২০১৪ সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন। এছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের একাধিক দায়িত্ব পালন করেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন