প্রথমার্ধ

লংকাবাংলা ফাইন্যান্সের নিট মুনাফা বেড়েছে পাঁচ গুণেরও বেশি

নিজস্ব প্রতিবেদক

চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) কর-পরবর্তী নিট মুনাফায় উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড আলোচ্য সময়ে প্রতিষ্ঠানটির কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা হয়েছে ৩৮ কোটি ৭৪ লাখ টাকা যেখানে আগের বছরের একই সময়ে মুনাফা ছিল কোটি ২৯ লাখ টাকা এক বছরের ব্যবধানে প্রতিষ্ঠানটির নিট মুনাফায় প্রবৃদ্ধি হয়েছে পাঁচ গুণেরও বেশি

লংকাবাংলা ফাইন্যান্সের প্রথমার্ধের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, আলোচ্য সময়ে প্রতিষ্ঠানটির নিট পরিচালন আয় হয়েছে ৮৬ কোটি টাকা যেখানে এর আগের বছরের একই সময়ে নিট পরিচালন আয় ছিল ৯৮ কোটি টাকা প্রথমার্ধে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় হয়েছে (ইপিএস) ৭১ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১৪ পয়সা বছরের ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ২৪ পয়সায়

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে লংকাবাংলা ফাইন্যান্সের পর্ষদ আলোচ্য হিসাব বছরে প্রতিষ্ঠানটির কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা হয়েছে ৯৭ কোটি ৮৫ লাখ টাকা এর আগের হিসাব বছরে যা ছিল ৫০ কোটি ৮২ লাখ টাকা সর্বশেষ সমাপ্ত হিসাব বছরে প্রতিষ্ঠানটির এককভাবে কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৮২ কোটি ৫৭ লাখ টাকা যেখানে এর আগের বছরে নিট মুনাফা ছিল ৭৩ কোটি ৬০ লাখ টাকা ২০২০ হিসাব বছরে লংকাবাংলা ফাইন্যান্সের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) দাঁড়িয়েছে টাকা ৮১ পয়সা যেখানে এর আগের বছরে পুনর্মূল্যায়িত ইপিএস ছিল ৯৪ পয়সা ৩১ ডিসেম্বর ২০২০ শেষে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৮ টাকা ৭৩ পয়সায়

২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত লংকাবাংলা ফাইন্যান্সের বর্তমান অনুমোদিত মূলধন হাজার কোটি টাকা পরিশোধিত মূলধন ৫৩৮ কোটি ৮৩ লাখ ৯০ হাজার টাকা রিজার্ভে রয়েছে ৩৬১ কোটি ৪৯ লাখ টাকা কোম্পানির মোট শেয়ারের ৩৩ দশমিক ৫৬ শতাংশ উদ্যোক্তা-পরিচালক, ১৮ দশমিক ৭৯ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, দশমিক ৮০ শতাংশ বিদেশী বিনিয়োগকারী বাকি ৪৬ দশমিক ৮৫ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে

সর্বশেষ নিরীক্ষিত ইপিএস বাজারদরের ভিত্তিতে শেয়ারের মূল্য-আয় (পিই) অনুপাত ২১ দশমিক , হালনাগাদ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে যা ২৩ দশমিক ৮৪

ডিএসইতে গতকাল সর্বশেষ ৩৯ টাকা ১০ পয়সায় লংকাবাংলার শেয়ার লেনদেন হয় সমাপনী দরও ছিল একই গত এক বছরে শেয়ারের সর্বোচ্চ দর ছিল ৪৮ টাকা ৩০ পয়সা সর্বনিম্ন ১৬ টাকা ২০ পয়সা

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন