শেয়ার কিনবে ব্যাংক এশিয়ার দুই উদ্যোক্তা

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান ব্যাংক এশিয়া লিমিটেডের দুই উদ্যোক্তা সাবরিনা চৌধুরী মেহরিনা চৌধুরী শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে তথ্য জানা গেছে।

তথ্যমতে, সাবরিনা চৌধুরী ব্যাংক এশিয়ার লাখ ৫০ হাজার   মেহরিনা চৌধুরী ব্যাংকটির লাখ ৫০ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। এই দুই উদ্যোক্তা আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ডিএসইর পাবলিক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার কিনতে পারবেন।

প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ব্যাংক এশিয়া লিমিটেড ৫০০ কোটি টাকার বেমেয়াদি বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছিল। কমিশনের নির্দেশনার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত পরিবর্তন করে ৫০০ কোটি টাকার ৯০ শতাংশ প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এবং ১০ শতাংশ পাবলিক অফারের মাধ্যমে ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটির পর্ষদ। ব্যাংকটির বিশেষ সাধারণ সভা (ইজিএম) বছরের ১৮ আগস্ট বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে ইজিএমের তারিখ নির্ধারণ করা হয়েছে। রেকর্ড ডেট ১৮ জুলাই।

বন্ডের মাধ্যমে সংগৃহীত অর্থে ব্যাংকটি ব্যাসেল--এর এডিশনাল টিয়ার- ক্যাপিটালের শর্ত বাস্তবায়ন করবে।

চলতি ২০২১ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে টাকা পয়সা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন