রমেক হাসপাতাল

মায়ের চিকিৎসা করাতে গিয়ে হামলার শিকার দুই ভাই

বণিক বার্তা প্রতিনিধি, রংপুর

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে মায়ের চিকিৎসা করাতে গিয়ে অতিরিক্ত টাকা আদায়ের প্রতিবাদ করায় কর্মচারীদের হামলার শিকার হয়েছেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুই ভাই শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে হামলা চালানো হয় ঘটনায় গতকাল চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রমেক হাসপাতাল কর্তৃপক্ষ পাঁচদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার পর দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক বর্তমানে হামলার শিকার দুই ভাইয়ের চিকিৎসা চলছে হাসপাতালে

জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে অসুস্থ মাকে ভর্তি করাতে জরুরি বিভাগে আসেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রেজওয়ানুল করিম রিয়াদ তার ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাশেদ করিম রিয়াদ জানান, তার ভাইসহ অসুস্থ মাকে ভর্তি করার সময় ওয়ার্ডের দায়িত্বরত স্টাফরা ৩০ টাকার স্থলে অতিরিক্ত টাকা দাবি করেন অতিরিক্ত টাকার রসিদ চাইলে কর্মচারীরা দিতে অস্বীকৃতি জানান প্রতিবাদ করার সঙ্গে সঙ্গেই প্রায় ১৫-১৬ জন মিলে তাকে তার ছোট ভাইয়ের ওপর হামলা চালানো হয় এমনকি তার ছোট ভাই রাশেদ করিম ছবি তুলতে গেলে মোবাইল ফোন কেড়ে নিয়ে মারপিটের মাত্রা বাড়িয়ে দেয়া হয় বর্তমানে দুই ভাই হাসপাতালে চিকিৎসাধীন আছেন

গতকাল রমেক হাসপাতালের পরিচালক ডা. মো. রেজাউল করিম বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনার পর আমি নিজে আহত দুই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেছি বর্তমানে তারা দুজনে হাসপাতালে ভর্তি আছে তাদের অবস্থা এখন ভালো তিনি আরো বলেন, প্রকৃত ঘটনা জানতে হাসপাতালের সহকারী পরিচালককে (প্রশাসন) আহ্বায়ক করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে তদন্ত প্রতিবেদন হাতে পেলে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন