চীনে সাইবার সিকিউরিটি সেন্টার উদ্বোধন হুয়াওয়ের

নিজস্ব প্রতিবেদক

চীনের ডংগুয়ানে নিজেদের সর্ববৃহৎ গ্লোবাল সাইবার সিকিউরিটি প্রাইভেসি প্রটেকশন ট্রান্সপারেন্সি সেন্টার উদ্বোধন করেছে হুয়াওয়ে নতুন সেন্টার চালুর পাশাপাশি গতকাল হুয়াওয়ে তাদের প্রডাক্ট সিকিউরিটি বেজলাইন প্রকাশ করেছে যার মাধ্যমে প্রতিষ্ঠানটি প্রথমবারের মতো তাদের প্রডাক্ট সিকিউরিটি বেজলাইন ফ্রেমওয়ার্ক ব্যবস্থাপনা অনুশীলন পুরো খাতের জন্য উন্মুক্ত করছে পদক্ষেপ প্রতিষ্ঠানটির খাতজুড়ে সাইবার নিরাপত্তা শক্তিশালী করতে ক্রেতা, সাপ্লায়ার, মানদণ্ড সংশ্লিষ্ট নির্ধারক সংস্থা এবং অন্য অংশীদারদের সঙ্গে যৌথভাবে কাজের প্রচেষ্টা গ্রহণের বিস্তৃত পদক্ষেপের অংশ

হুয়াওয়ের রোটেটিং চেয়ারম্যান কেন হু বলেন, সাইবার নিরাপত্তা এখন যেকোনো সময়ের চেয়ে গুরুত্বপূর্ণ সাধারণ মানুষ এবং নিয়ন্ত্রকরা যেন প্রতিদিনকার ব্যবহূত পণ্য সেবার নিরাপত্তার ব্যাপারে আস্থা রাখতে পারেন, আমাদের সে কারণ তৈরি করতে হবে

বিগত বছরগুলোতে ইন্ডাস্ট্রি ডিজিটালাইজেশন এবং ফাইভজি এআইয়ের মতো নতুন প্রযুক্তি সাইবার-ক্ষেত্রকে আগের চেয়ে বেশি জটিল করে তুলেছে এক্ষেত্রে আরো ভূমিকা রেখেছে কভিড-১৯-এর বৈশ্বিক মহামারীসৃষ্ট পরিস্থিতিতে মানুষের অনলাইনে অনেক বেশি সময় কাটানো এসব প্রবণতাই সাইবার নিরাপত্তার ঝুঁকি বাড়িয়ে তুলেছে

এসব বিষয় চিহ্নিতে এবং সাইবার গভর্ন্যান্স নিয়ে খাতসংশ্লিষ্ট অংশীজনদের দক্ষতার আদান-প্রদানে পাশাপাশি প্রযুক্তিগত সমাধান নিয়ে একসঙ্গে কাজ করার জন্য হুয়াওয়ে ডংগুয়ানে এর নতুন গ্লোবাল সাইবার সিকিউরিটি প্রাইভেসি প্রটেকশন ট্রান্সপারেন্সি সেন্টার চালু করেছে সেন্টারের মাধ্যমে নানা সমাধান প্রদর্শন করা হবে অভিজ্ঞতার আদান-প্রদান করা হবে, যোগাযোগ যৌথ উদ্ভাবন বৃদ্ধিতে কাজ করা হবে এবং সিকিউরিটি টেস্টিং ভেরিফিকেশনে সহায়তা প্রদান করা হবে সেন্টারটি নিয়ন্ত্রক সংস্থা, স্বাধীন তৃতীয় পক্ষ টেস্টিং প্রতিষ্ঠান, মানদণ্ডসংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং হুয়াওয়ের ক্রেতা, অংশীদার সাপ্লায়ারদের জন্য উন্মুক্ত থাকবে

টেলিকম খাতে সাইবার নিরাপত্তা নিয়ে একটি সমন্বিত পদ্ধতি জোরদারকরণে জিএসএমএ থ্রিজিপিপি খাতসংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে এনইএসএএস সিকিউরিটি অ্যাসুরেন্স স্পেসিফিকেশন ইনডিপেনডেন্ট সার্টিফিকেশন বিষয়ে উৎসাহিত করতে কাজ করছে

অনুষ্ঠানে হুয়াওয়ের প্রডাক্ট সাইবার সিকিউরিটি বেজলাইনও প্রকাশ করা হয় বেজলাইন হুয়াওয়ের অন্যান্য গভর্ন্যান্স মেকানিজমের সঙ্গে মিলে প্রতিষ্ঠানের পণ্যের মান, সুরক্ষা বিশ্বাসযোগ্যতা নিশ্চিতে সহায়তা করবে বিগত বছরগুলোতে হুয়াওয়ে দেড় হাজারেরও বেশি নেটওয়ার্ক তৈরি করেছে, যা ১৭০টি দেশে ৩০০ কোটির বেশি মানুষকে যুক্ত করেছে এর মধ্যে কোনো নেটওয়ার্কে বড় ধরনের কোনো সুরক্ষাসংক্রান্ত সমস্যা উদ্ভূত হয়নি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন