বিশ্বকাপ ২০২২ বাছাইপর্ব

টানা পঞ্চম জয় তুলে নিল ব্রাজিল

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে একুয়েডরকে - গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে ব্রাজিল আজ শনিবার সকালে অনুষ্ঠিত ম্যাচে ব্রাজিলের হয়ে গোল করেন এভারটন ফরোয়ার্ড রিচার্লিসন পিএসজি সুপারস্টার নেইমার

কাতারে অনুষ্ঠেয় ২০২২ বিশ্বকাপের বাছাইপর্বে নিজেদের পাঁচটি ম্যাচেই জয়ের কৃতিত্ব দেখাল ব্রাজিল লাতিন আমেরিকার ১০ দলের বাছাইপর্বে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে সেলেসাওরা, তাদের চেয়ে চার পয়েন্ট কম নিয়ে দুইয়ে লিওনেল মেসিদের আর্জেন্টিনা, যারা আগের দিন চিলির সঙ্গে - গোলে ড্র করে পয়েন্ট নিয়ে তিনে একুয়েডর ব্রাজিলের কাছে হেরে আর্জেন্টিনাকে টপকে দুইয়ে ওঠার সুযোগ হারাল একুয়েডর

আজকের ম্যাচে অধিকাংশ সময় কর্তৃত্ব করলেও গোল পেতে সংগ্রাম করতে হয়েছে ব্রাজিলকে দ্বিতীয়ার্ধের ২০ মিনিটের সময় রিচার্লিসনের কোনাকুনি নেয়া শট রুখতে ব্যর্থ হন একুয়েডর গোলকিপার আলেক্সান্ডার ডমিনগেজ এরপর ম্যাচ শেষ হয়ে অল্প আগে নেইমারের পেনাল্টিতে ব্যবধান - করে ব্রাজিল নেইমারের প্রথম স্পট-কিক রুখে দেন গোলকিপার যদিও রেফারি দেখতে পান, নেইমার শট নেয়ার সময় পেনাল্টি বক্সের মধ্যে একুয়েডরের খেলোয়াড়রা অবস্থান করছিলেন এতে নেইমারকে পুনরায় শট নেয়ার নির্দেশ দেন রেফারি দ্বিতীয়বার কোনো ভুল করেননি ব্রাজিল সুপারস্টার

একুয়েডরের অ্যাঞ্জেলো প্রেসিয়াদো ব্রাজিলের গ্যাব্রিয়েল জেসুসকে ফাউল করায় ফ্রি-কিক দিয়েছিলেন রেফারি অ্যালেক্সিস হেরেয়া যদিও চার মিনিট ধরে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) বিশ্লেষণ করে তিনি সিদ্ধান্ত পাল্টে পেনাল্টির বাঁশি বাজান

বাংলাদেশ সময় বুধবার ভোর সাড়ে টায় আসুনসিয়নে নিজেদের পরবর্তী ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে খেলবে ব্রাজিল, একই দিন ভোর তিনটায় একুয়েডর ঘরের মাঠে খেলবে পেরুর বিপক্ষে     

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন