বিএসইসির নির্দেশনা জারি

পুঁজিবাজারে তালিকাভুক্ত হচ্ছে ৫ হাজার কোটি টাকার বন্ড

নিজস্ব প্রতিবেদক

এরই মধ্যে ১১টি ব্যাংকের মোট হাজার ১০০ কোটি টাকার পারপেচুয়াল বা বে-মেয়াদি বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) দীর্ঘমেয়াদি অর্থায়নের উৎস হিসেবে করপোরেট বন্ড মার্কেট উন্নয়নের লক্ষ্যে সেই বন্ডগুলোকে ডিরেক্ট লিস্টিংয়ের মাধ্যমে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তির সিদ্ধান্ত নেয় বিএসইসি। লক্ষ্যে বন্ডগুলোকে ডিরেক্ট লিস্টিংয়ের বিষয়ে গতকাল একটি নির্দেশনাও জারি করেছে বিএসইসি।

অনুমোদনকৃত ব্যাংকগুলোর মধ্যে যমুনা ব্যাংকের ৪০০ কোটি, দ্য সিটি ব্যাংকের ৪০০ কোটি, ওয়ান ব্যাংকের ৪০০ কোটি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ৪০০ কোটি, স্ট্যান্ডার্ড ব্যাংকের ৫০০ কোটি, ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংকের ৫০০ কোটি, সোস্যাল ইসলামী ব্যাংকের ৫০০ কোটি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৬০০ কোটি, ট্রাস্ট ব্যাংকের ৪০০ কোটি, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ৪০০ কোটি এক্সিম ব্যাংকের ৬০০ কোটি টাকার পারপেচুয়াল বা বে-মেয়াদি বন্ড অনুমোদন হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, কোনো ইস্যুয়ার পারপেচুয়াল বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ সংগ্রহ করতে চায় তবে তাকে অবশ্যই প্রস্তাবিত বন্ডের কমপক্ষে ১০ শতাংশ অর্থ পাবলিক অফারের মাধ্যমে সংগ্রহ করতে হবে। প্রতিটি ইস্যুয়ারকে প্রতি বছর শেষে বন্ডের বিপরীতে লভ্যাংশ বা কুপন পরিশোধের বাইরে ২০ শতাংশ প্রভিশন রাখতে হবে। যদি বছর শেষে ইস্যুয়ারের ফান্ডের ঘাটতি হয় এবং যদি ঘোষণাকৃত লভ্যাংশ বা কুপন পরিশোধের ক্ষেত্রে ঘাটতি থাকে সেক্ষেত্রে প্রভিশনের ফান্ড থেকে ইস্যুয়ার অর্থ ব্যবহার করতে পারবে।

এছাড়া বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান তথা মার্চেন্ট ব্যাংক অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজার, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এবং স্টক ডিলার তাদের নিজস্ব পোর্টফোলিওর কমপক্ষে শতাংশ ২০২২ সালের ৩০ জুনের মধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত ডেট সিকিউরিটিজে বিনিয়োগ করতে হবে। তাছাড়া মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিওর কমপক্ষে শতাংশ ২০২২ সালের ৩০ জুনের মধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত ডেট সিকিউরিটিজে বিনিয়োগ করতে হবে, সংশ্লিষ্ট ফান্ডের ট্রাস্টি নিশ্চিত করবে।

এর আগে বিএসইসির ৭৭৪তম কমিশন সভা শেষে জানানো হয়, যে ১১টি ব্যাংকের পারপেচুয়াল বন্ড ইস্যু করা হয়েছে সেগুলোর ক্ষেত্রে ডিরেস্ট লিস্টিংয়ের সরকারি কোম্পানি-সংক্রান্ত সংশ্লিষ্ট ধারা পরিপালন করতে হবে না। কমিশনের জারি করা নির্দেশনায় বিষয়টি উল্লেখ করা থাকবে। সুযোগ শুধু ১১টি ব্যাংকের পারপেচুয়াল বন্ডের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন