তৃতীয় প্রান্তিক

আয় কমেছে এভিন্স টেক্সটাইলের

নিজস্ব প্রতিবেদক

এভিন্স টেক্সটাইলস লিমিটেডের চলতি ২০২০-২১ হিসাব বছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) আয় কমেছে। আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত আয় গত বছরের একই সময়ের তুলনায় সাড়ে ৩২ শতাংশ কমেছে। সেই সঙ্গে চলতি হিসাব বছরের নয় মাসে কোম্পানিটির সমন্বিত কর-পরবর্তী লোকসান হয়েছে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের নয় মাসে কোম্পানিটির সমন্বিত আয় হয়েছে ১১৯ কোটি ৭০ লাখ ১৯ হাজার ৩৭১ টাকা, আগের বছর একই সময় হয়েছিল ১৭৭ কোটি ৫৫ লাখ ৫৬ হাজার ৮০৪ টাকা। সে হিসাবে কোম্পানিটির সমন্বিত আয় কমেছে ৫৭ কোটি ৮৫ লাখ ৩৭ হাজার ৪৩৩ টাকা বা সাড়ে ৩২ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটি সমন্বিত কর-পরবর্তী লোকসান হয়েছে কোটি ৫৫ লাখ ৯৮ হাজার ৫৫৩ টাকা, আগের বছর একই সময়ে মুনাফা হয়েছিল কোটি ১৯ লাখ ৯২ হাজার ৯২৪ টাকা। সে হিসাব কোম্পানিটি চলতি হিসাব বছরের নয় মাসে সমন্বিতভাবে লোকসানে রয়েছে। নয় মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ১৪ পয়সা, আগের বছর একই সময়ে আয় হয়েছিল ৩৪ পয়সা।

অন্যদিকে চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির সমন্বিত আয় হয়েছে ৪২ কোটি ৬৮ লাখ ৬৬ হাজার ২৬০ টাকা, আগের বছর একই সময় ছিল ৫৯ কোটি ৬৪ লাখ ৩৩ হাজার ১০৮ টাকা। সে হিসাবে আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত আয় কমেছে ১৬ কোটি ৯৫ লাখ ৬৬ হাজার ৮৪৮ টাকা বা ২৮ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে কোটি ৪৮ হাজার ৩৩৫ টাকা, যা আগের বছর একই সময় হয়েছিল ৬৮ লাখ ৪০ হাজার ২৯৭ টাকা। সে হিসাবে কোম্পানিটির মুনাফা বেড়েছে কোটি ৩২ লাখ হাজার ৩৮ টাকা বা ৩৩৯ শতাংশ। তিন মাসে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ১৬ পয়সা, যা আগের বছর একই সময় হয়েছিল পয়সা।

৩১ মার্চ ২০২১ শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ১২ টাকা ৭৪ পয়সা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন