সড়ক দুর্ঘটনায় ৬ জেলায় ১১ জন নিহত

বণিক বার্তা ডেস্ক

দেশের ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। গতকাল বুধবার এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে কুমিল্লায় চারজন, ফরিদপুরে তিনজন এবং মাগুরা, সিরাজগঞ্জ, নেত্রকোনা যশোরে একজন করে নিহত হন। প্রতিনিধিদের পাঠানো খবর

কুমিল্লা: জেলার চৌদ্দগ্রাম দেবিদ্বারে পৃথক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। গতকাল এসব দুর্ঘটনা ঘটে। মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আইয়ুব হোসেন তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাতিসা এলাকায় চট্টগ্রামমুখী মাছবোঝাই একটি পিকআপ দাঁড়িয়ে থাকা অন্য একটি গাড়িকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে পিকআপের সামনে থাকা হেলপার ফয়সাল পেছনে থাকা হাবিবুর রহমান নিহত হন। ফয়সাল রাজশাহীর বাগমারা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের হামিদ আলীর ছেলে। হাবিবুর রহমান একই গ্রামের আবদুস সাত্তারের ছেলে।

এদিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের কুমিল্লার দেবিদ্বার উপজেলার লক্ষ্মীপুরে বাস সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আরিয়ান হোসেন () এবং তার বাবা আক্তার হোসেন (৪০) গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরিয়ান হোসেনকে মৃত ঘোষণা করেন। তারা উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের চরবাকর গ্রামের বাসিন্দা।

এছাড়া উপজেলায় খেলাচ্ছলে ইজিবাইক চালাতে গিয়ে সিফাত নামে ছয় বছরের এক শিশু নিহত হয়েছে। উপজেলার সুবিল ইউনিয়নের রাঘবপুর গ্রামের লোহারপুল এলাকায় দুর্ঘটনা ঘটে। সিফাত ব্রাহ্মণপাড়া উপজেলার অলুয়া গ্রামের মো. ইমন মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেন দেবিদ্বার থানার পরিদর্শক (তদন্ত) মেজবাহ উদ্দিন।

ফরিদপুর: জেলার নগরকান্দা উপজেলায় মাইক্রোবাসের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে পৌরসভার নবনির্বাচিত মেয়র নিমাই চন্দ্র সরকারের স্ত্রী ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। ঘটনায় মেয়রসহ গুরুতর আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার রাতে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের কাইচাইল ইউনিয়নের কাইলার মোড়ে দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নগরকান্দা পৌরসভার মেয়র নিমাই চন্দ্র সরকারের স্ত্রী সঞ্চিতা সরকার (৪৫), তার ছেলে গোবিন্দ চন্দ্র সরকার (২৫) মেয়রের সঙ্গী কামাল হোসেন (২৭) ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

মাগুরা: মাগুরা-যশোর মহাসড়কের ভাবনহাটি ঢাল এলাকায় ট্রাক পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপচালক বিল্লাল কাজী (২৬) নিহত হয়েছেন। গতকাল ভোরে দুর্ঘটনা ঘটে। বিল্লাল যশোর জেলার দিয়াপাড়া গ্রামের হালীম কাজীর ছেলে। মাগুরা সদর থানার ওসি জয়নাল আবেদিন বলেন, ভোরে বালিভর্তি পিকআপ মাগুরায় যাচ্ছিল। ভাবনহাটি ঢাল এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। সময় ঘটনাস্থলেই পিকআপচালক নিহত হন।

সিরাজগঞ্জ: জেলার সলঙ্গায় কাভার্ড ভ্যানের ধাক্কায় শওকত আলী (৪১) নামে এক মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন। তিনি নওগাঁর সাপাহার থানার তাতইর গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ধোপাকান্দি এলাকায় দুর্ঘটনা ঘটে। পুলিশ কাভার্ড ভ্যান জব্দ চালক ওহিদুর রহমানকে (৪৫) আটক করেছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাজান আলী জানান, মহাসড়কের ধোকাকান্দি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলসহ রাস্তায় পড়ে যান শওকত আলী। সময় কাভার্ড ভ্যানটি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

নেত্রকোনা: জেলার পূর্বধলায় ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে হাবুল ফকির (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন রুকন উদ্দিন (৩৫) নামে আরেকজন আরোহী। বুধবার রাত সাড়ে ১০টার দিকে পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ জারিয়া মোড়ে দুর্ঘটনা ঘটে। হাবুল ফকির ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার রামপুর ইউনিয়নের রাজধারীকেল গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে। আহত রুকন উদ্দিনের বাড়ি একই এলাকায়।

পুলিশ জানায়, উপজেলার শ্যামগঞ্জ জারিয়া মোড় এলাকায় দুর্গাপুরগামী দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী দুজনই গুরুতর আহত হন। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে হাবুল ফকিরকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (নিরস্ত্র) মো. ফেরদৌস আলম তথ্য নিশ্চিত করেন।

যশোর: জেলার মণিরামপুরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে শরিফুল ইসলাম (৬২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার রাতে শ্যামকুড় মাধ্যমিক বিদ্যালয়ের সামনে দুর্ঘটনা ঘটে। শরিফুল শ্যামকুড় ইউনিয়নের নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ওই ওয়ার্ডের সাবেক সদস্য ছিলেন। ঘটনায় শরিফুলের ছেলে আব্দুর রহমান (২৭) আহত হয়েছেন।

শ্যামকুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মনি বলেন, বুধবার রাত সাড়ে ৮টার দিকে শরিফুল তার ছেলে মোটরসাইকেলে করে চিনাটোলা বাজারে যাচ্ছিলেন। পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে বাবা-ছেলে দুজনই আহত হন। তাদের উদ্ধার করে মণিরামপুর হাসপাতালে নেয়ার পথে শরিফুল মারা যান।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন