এনার্জিপ্যাকসহ দুই কোম্পানির সঙ্গে মেঘনা পেট্রোলিয়ামের চুক্তি

নিজস্ব প্রতিবেদক

ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড লাফ গ্যাসের (বাংলাদেশ) সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড। চুক্তি অনুযায়ী, এখন থেকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অঙ্গপ্রতিষ্ঠান মেঘনা পেট্রোলিয়ামের নিবন্ধিত ফিলিং স্টেশনগুলোয় এলপিজি কনভারশন ওয়ার্কশপ অটো এলপিজি রিফুয়েলিং স্টেশন স্থাপনের মাধ্যমে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বিক্রি করাতে পারবে প্রতিষ্ঠান দুটি। এর বিপরীতে মেঘনা পেট্রোলিয়াম লিটারপ্রতি ৫০ পয়সা রয়্যালটি পাবে।

চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১২ টাকা ২৪ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ১৩ টাকা ৭৫ পয়সা। হিসাবে প্রথমার্ধে কোম্পানিটির ইপিএস কমেছে টাকা ৫১ পয়সা বা ১০ দশমিক ৯৮ শতাংশ। দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) মেঘনা পেট্রোলিয়ামের ইপিএস হয়েছে টাকা ৭০ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল টাকা ১৯ পয়সা। ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬০ টাকা ৪৬ পয়সা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন