ইসলামী ব্যাংক উদ্যোক্তার শেয়ার বিক্রির ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

ছবি : বণিক বার্তা ( ফাইল ছবি)

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির করপোরেট উদ্যোক্তা বাংলাদেশ ইসলামিক সেন্টারের কাছে থাকা ব্যাংকটির ৩৪ লাখ শেয়ার বিক্রি ঘোষণা দিয়েছে। ৩০ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক ও ব্লক মার্কেটে বিদ্যমান বাজারদরে এ শেয়ার বিক্রি করবে প্রতিষ্ঠানটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

১৯৮৫ সালে তালিকাভুক্ত ইসলামী ব্যাংকের অনুমোদিত মূলধন ২ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ১ হাজার ৬০৯ কোটি ৯৯ লাখ ১০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৫ হাজার ৩৪৭ কোটি ১২ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৬০ কোটি ৯৯ লাখ ৯০ হাজার ৬৬৮। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ৩৫ দশমিক ৮৯ শতাংশ শেয়ার। এছাড়া ৪২ দশমিক ৯৯ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ১২ দশমিক ৯৬ শতাংশ বিদেশী বিনিয়োগকারী ও বাকি ৮ দশমিক ১৬ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে। ডিএসইতে গতকাল ইসলামী ব্যাংক শেয়ার সর্বশেষ ৩২ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর একই ছিল।

চলতি ২০২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ইসলামী ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) আয় হয়েছে ৩১ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩৫ পয়সা। গত ৩১ মার্চ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৫ টাকা ৪০ পয়সায়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন