ডোনাল্ড ট্রাম্পকে ম্যাক প্রো উপহার দিয়েছিলেন টিম কুক

বণিক বার্তা ডেস্ক

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজ ছাড়ার ঘণ্টা পর নতুন এক আর্থিক নথি প্রকাশ পেয়েছে। যেখানে দেখা যায়, মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক তাকে একদা নিজ প্রতিষ্ঠানের ম্যাক প্রো কম্পিউটার উপহার দিয়েছিলেন। ডিভাইসটির দাম ছিল হাজার ৯৯৯ ডলার। খবর সিএনএন বিজনেস।

টুইটারে দ্য নিউইয়র্ক টাইমসের ব্যবসায়িক অনুসন্ধান বিভাগের সম্পাদক ডেভিড এনরিচ ডোনাল্ড ট্রাম্পকে দেয়া উপহারের তালিকা প্রকাশ করেছেন। যেখানে টিম কুক ছাড়াও ট্রাম্পকে উপহার দেয়া আরো অনেক পরিচিত নাম রয়েছে। ফোর্ড মোটর কোম্পানির নির্বাহী চেয়ারম্যান বিল ফোর্ড ৫২৯ ডলার দামের লেদার বম্বার জ্যাকেট উপহার দিয়েছিলেন ট্রাম্পকে। উড়োজাহাজ নির্মাণ প্রতিষ্ঠান বোয়িং কোম্পানির সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ডেনিস মুলেনবার্গ দিয়েছিলেন ৪৯৯ ডলার মূল্যের গলফ ক্লাব।

ডোনাল্ড ট্রাম্পের বিবরণী অনুযায়ী, তিনি সবচেয়ে দামি উপহার পেয়েছিলেন গ্রেটেস্ট জেনারেশনস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী টিমোথি ডেভিসের কাছ থেকে। টিমোথির উপহার ছিল ২৫ হাজার ৯৭০ ডলার মূল্যের ব্রোঞ্জ ভাস্কর্য। পুরস্কারগুলো কবে পেয়েছিলেন, তা কোথাও উল্লেখ করেননি ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্পকে প্রধান নির্বাহীর ম্যাক প্রো উপহার দেয়া বিষয়ে অ্যাপলের পক্ষ থেকে আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি। ধারণা করা হচ্ছে, ২০১৯ সালের নভেম্বরে ট্রাম্প যখন অ্যাপলের চুক্তিভিত্তিক পণ্য নির্মাতা ফ্লেক্স লিমিটেডের যুক্তরাষ্ট্রের অ্যাপল পণ্য উৎপাদন কারখানা পরিদর্শন করেছিলেন, তখন ম্যাক প্রো ডিভাইস উপহার দেয়া হয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন