পিকে হালদারসহ ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠানকে সাড়ে ৪ কোটি টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

শেয়ার লেনদেনের ক্ষেত্রে সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে ১৬ ব্যক্তি প্রতিষ্ঠানকে মোট কোটি ৬৮ লাখ টাকা জরিমানার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গতকাল পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাটির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৭৫৮তম কমিশন সভায় সিদ্ধান্ত নেয়া হয়। বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের শেয়ার লেনদেনের মাধ্যমে জেমস মার্টিন দাস, . জেএম মুর্শিদ, মো. নুরুল ইসলাম কামরান সহযোগী মনজিলা নাসরিন ইসলাম সিকিউরিটিজ এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯-এর সেকশন ১৭()(ভি) ভঙ্গ করেছে। আর নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিংয়ের শেয়ার লেনদেনের মাধ্যমে পরিমল চন্দ্র পাল সহযোগী রিপন শেখ, মল্লিক আবু বক্কর, মো. তোফাজ্জল হোসেন, বিধান মিস্ত্রী, অমল কৃষ্ণ দাস, সালেক আহমেদ সিদ্দিকী সহযোগী মনির হোসেন, সমির রঞ্জন পাল সহযোগী শিউলি পাল, চিত্ত হারান দত্ত, মো. আমানত উল্লাহ সহযোগী সেতারা বেগম, সন্দীপ করপোরেশন, হাল ইন্ডাস্ট্রিজ প্রশান্ত কুমার হালদার সিকিউরিটিজ এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯-এর সেকশন ১৭()(ভি) ভঙ্গ করেছে।

এজন্য জেমস মার্টিন দাসকে লাখ টাকা, পরিমল চন্দ্র পালকে ২০ লাখ টাকা, রিপন শেখকে ২০ লাখ টাকা, মল্লিক আবু বক্করকে ১০ লাখ টাকা, মো. তোফাজ্জল হোসেনকে ৪০ লাখ টাকা, বিধান মিস্ত্রীকে লাখ টাকা, অমল কৃষ্ণ দাসকে লাখ টাকা, সালেক আহমেদ সিদ্দিকীকে লাখ টাকা, সমির রঞ্জন পালকে ২০ লাখ টাকা, শিউলি পালকে ৫০ লাখ টাকা, চিত্ত হারান দত্তকে ১২ লাখ টাকা, মো. আমানত উল্লাহকে কোটি টাকা, সেতারা বেগমকে লাখ টাকা, প্রশান্ত কুমার হালদারকে ২৫ লাখ টাকা, সন্দীপ করপোরেশনকে ৬০ লাখ টাকা হাল ইন্ডাস্ট্রিজকে ৮৫ লাখ টাকা জরিমানার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বালি সিকিউরিটিজকে জরিমানা: সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে বালি সিকিউরিটিজ লিমিটেডকে দুই লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)

বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, কনসোলিডেটেড কাস্টমারস ব্যাংক অ্যাকাউন্টে পর্যাপ্ত তহবিল বজায় না রাখা, কোম্পানির পরিচালকদের এবং পরিচালকের স্ত্রীকে ঋণ সুবিধা প্রদান, লেনদেনের প্রথম থেকে ৩০ কার্যদিবসের মধ্যে নতুন তালিকাভুক্ত সিকিউরিটিজ ক্রয়ের জন্য ঋণ সুবিধা প্রদান, কিছু গ্রাহককে মার্জিন চুক্তিপত্র না থাকা সত্ত্বেও নগদ হিসাবে ঋণ সুবিধা প্রদানকোম্পানির একটি স্বতন্ত্র যৌথ হিসাবের নামে অতিরিক্ত হিসাব পরিচালনা করা, অনুমোদিত প্রতিনিধির মায়ের নামে ঋণ সুবিধা প্রদান মার্জিন সুবিধার আওতায় গ্রাহককে জেড ক্যাটাগরির সিকিউরিটিজ কেনার অনুমতি দেয়ার মাধ্যমে সিকিউরিটিজ আইন ভঙ্গ করেছে বালি সিকিউরিটিজ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন