শাওমির নতুন ল্যাপটপ ‘মি নোটবুক ১৪’

বণিক বার্তা ডেস্ক

চীনভিত্তিক শাওমি ক্যামেরা ছাড়া বেশ কয়েকটি মি নোটবুক ল্যাপটপ বিক্রি করে আসছে। কিন্তু রিমোট ওয়ার্ক অনলাইন শিক্ষার এমন দিনে ক্যামেরা ছাড়া ল্যাপটপ ব্যবহার অনেকটা সেকেলে মনে হয়। যে কারণে মি নোটবুক ১৪ ল্যাপটপ উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। ডিভাইসটির ডিসপ্লের ওপরের বেজেলে ওয়েবক্যাম ইন্টিগ্রেটেড রয়েছে। খবর জিএসএম এরিনা।

ক্যামেরা ছাড়াও মি নোটবুক ১৪ ল্যাপটপে দশম প্রজন্মের ইন্টেল কোর-আই৫ প্রসেসর রয়েছে। কনফিগারেশনের ওপর ভিত্তি করে ডিভাইসটির জন্য গ্রাহকদের গুনতে হবে ৬০০ থেকে ৬৮০ ডলার পর্যন্ত। ডিভাইসটির সবচেয়ে সাশ্রয়ী সংস্করণে গিগাবাইট র্যাম ২৫৬ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ সুবিধার পাশাপাশি ইন্টেল ইউএইচডি গ্রাফিকস ৬২০ রয়েছে। অন্যদিকে সবচেয়ে দামি সংস্করণে ৫১২ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ সুবিধার পাশাপাশি এনভিডিয়া জিফোর্স এমএক্স২৫০ গ্রাফিকস কার্ড রয়েছে। দেড় কেজি ওজনের ডিভাইসটির পুরুত্ব ১৮ মিলিমিটার।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন