বর্ণাঢ্য আয়োজনে দেশজুড়ে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

বণিক বার্তা ডেস্ক

মুজিব বর্ষের মূলমন্ত্র কমিউনিটি পুলিশিং সর্বত্র স্লোগানে গতকাল দেশজুড়ে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করা হয়েছে। উপলক্ষে শোভাযাত্রা, আলোচনাসভাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবর:

বরিশাল: বেলা সাড়ে ১১টায় অশ্বিনী কুমার হলে কার্যক্রমের উদ্বোধন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর . মো. ছাদেকুল আরেফিন মেট্রো পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান।

ঝিনাইদহ: জেলা পুলিশের আয়োজনে সকালে ঝিনাদহ পুলিশ লাইনসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার মুনতাসিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি কনক কান্তি দাস, কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক কাইয়ূম শাহারিয়ার জাহেদী হিজল, অতিরিক্ত পুলিশ সুপার (কোটচাঁদপুর সার্কেল) মোহাইমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার, সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) আরিফুল ইসলাম।

মেহেরপুর: উপলক্ষে সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর পুলিশ লাইনস মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় প্রধান অতিথি ছিলেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বিপিবার (অপারেশন অ্যান্ড ক্রাইম) একেএম নাহিদুল ইসলাম। পরে মেহেরপুর পুলিশ সুপার এসএম মুরাদ আলীর সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল আলমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মেহেরপুর জেলা জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য প্রমুখ।

পিরোজপুর: উপলক্ষে বেলা ১১টার দিকে জেলা পুলিশ লাইনসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পিরোজপুরের পুলিশ সুপার হায়তুল ইসলাম খান।

গাজীপুর: দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানা প্রাঙ্গণে সমাবেশের আয়োজন করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। এতে প্রধান অতিথি ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার লুত্ফুল কবির। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আজাদ মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম, উপপুলিশ কমিশনার শরিফুর রহমান, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া প্রমুখ।

বগুড়া: গতকাল দুপুরে জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইনস অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা কমিউনিটি পুলিশিংয়ের আহ্বায়ক মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা পুলিশ সুপার আলী আশরাফ বিপিএম (বার)

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন