৪৭ লাখ মানুষকে পরীক্ষা করাচ্ছে চীন

বণিক বার্তা ডেস্ক

চীনের পশ্চিমাঞ্চলীয় কাশগড়ে শনিবার একজন লক্ষণহীন আক্রান্তের ঘটনা প্রকাশিত হওয়ার পর শহরের ৪৭ লাখ নাগরিকের সবাইকে পরীক্ষা ভ্রমণ নিষেধাজ্ঞার নির্দেশ দিয়েছে চীনা কর্তৃপক্ষ। জিনজিয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়মিত পরীক্ষায় কাশগড়ের একটি গ্রামে ১৭ বছর বয়সী একজন কিশোরী লক্ষণহীন সংক্রমিত হিসেবে চিহ্নিত হয়। তার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ হওয়া মানুষদের বিচ্ছিন্ন পরীক্ষা করা হয়েছে। রোববার দুপুর পর্যন্ত সেখানে ১৩৭ জন লক্ষণহীন কভিড-১৯ আক্রান্তকে শনাক্ত করা হয়। ওই কিশোরীর বাবা-মায়ের কাজের স্থানগুলোর সব মানুষকেও পরীক্ষার আওতায় আনা হয়েছে। বসন্তের শেষ দিকে চীন করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণের পর থেকে যেখানে সংক্রমণ দেখা দিচ্ছে, সেখানেই গণপরীক্ষার ব্যবস্থা করছে। চলতি মাসেই উপকূলীয় শহর কিংডাওয়ে হাসপাতালের সঙ্গে সংযুক্ত কয়েকটি সংক্রমণ পাওয়ার ঘটনায় শহরটির ৯৫ লাখ বাসিন্দাকে পাঁচদিনের মধ্যে পরীক্ষার আওতায় আনা হয়েছিল। তবে সেখানে আর কোনো সংক্রমণ পাওয়া যায়নি। চীনের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের প্রধান এপিডেমিওলজিস্ট জুনইউ বলেন, ধরনের গণপরীক্ষা অপ্রয়োজনীয় হতে পারে। বরং প্রাদুর্ভাবের উেসর দিকে মনোনিবেশ আশপাশের নির্দিষ্ট অঞ্চলে পরীক্ষার ব্যবস্থা করতে হবে।

নিউইয়র্ক টাইমস

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন