গুজবের মূল উৎস ফেসবুক

বণিক বার্তা ডেস্ক

যেসব সাংবাদিক কভিড-১৯ মহামারীর সংবাদ সংগ্রহের কাজ করেছেন তাদের অধিকাংশের মতে, মহামারীকালে গুজবের মূল উৎস হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। কভিড-১৯ এবং সাংবাদিকতার আন্তর্জাতিক জরিপে নির্বাচিত জনপ্রতিনিধিরাও শীর্ষ উৎসগুলোর তালিকায় রয়েছেন। জরিপে অংশ নিয়েছেন বিভিন্ন দেশের হাজার ৪০৬ জন সাংবাদিক।

জরিপের অংশগ্রহণকারী সাংবাদিকদের ৬৬ শতাংশই মনে করেন ফেসবুক হচ্ছে গুজবের মূল উৎস। এমনকি ৮২ শতাংশ সাংবাদিক বলেছেন তারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রামকে গুজবের ব্যাপারে রিপোর্ট করেছিলেন। কিন্তু তাদের অর্ধেকই মত দিয়েছেন যে বিপরীতে যে প্রতিক্রিয়া তারা পেয়েছেন তাতে তারা সন্তুষ্ট নন।

এছাড়া টুইটার, ইউটিউব গুগল সার্চেও নিয়মিতভাবে কভিড-১৯-সংক্রান্ত গুজব ছড়ানো হয়েছে। জরিপে অংশগ্রহণকারীদের ভোটে ৪২ শতাংশ নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছে টুইটার। তিন নম্বরে থাকা হোয়াটসঅ্যাপ পেয়েছে ৩৫ শতাংশ ভোট।

জরিপটি পরিচালিত হয়েছে ইন্টারন্যাশনাল সেন্টার ফর জার্নালিস্ট (আইসিএফজি) কলম্বিয়া ইউনিভার্সিটির টু সেন্টার ফর ডিজিটাল জার্নালিজম দ্বারা। জরিপে অংশ নেয়া সাংবাদিকদের প্রায় অর্ধেকই হচ্ছেন যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ভারত, নাইজেরিয়া ব্রাজিলের।

দ্য গার্ডিয়ান

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন