ভিভো ওয়াই২০ ফোনের প্রাক-ক্রয়াদেশ নেয়া শুরু

নিজস্ব প্রতিবেদক

দেশের বাজারে ওয়াই সিরিজের আরো একটি নতুন স্মার্টফোন আনছে ভিভো বাংলাদেশ। ওয়াই২০ মডেলের ফোনে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের শক্তিশালী ব্যাটারি থাকবে। ১৪ হাজার ৯৯০ টাকা দামের ডিভাইসটিতে ভিভো যুক্ত করেছে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন পাওয়ার সেভিং প্রযুক্তি।

গতকাল থেকে বাংলাদেশী গ্রাহকদের জন্য ভিভো ওয়াই২০ স্মার্টফোন প্রাক-ক্রয়াদেশের জন্য উন্মোচন করা হয়েছে। গিগাবাইট র‍্যামে ডিভাইসটিতে ৬৪ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ সুবিধা মিলবে, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ২৫৬ গিগাবাইট পর্যন্ত বর্ধিত করা যাবে। ভিভো ওয়াই২০ ফোনে ১৩, মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে।

এছাড়াও ভিভো ওয়াই২০ ফোনে আল্ট্রা গেমিং মোড যুক্ত করেছে ভিভো। ফলে গ্রাহকরা স্মার্টফোনটিতে প্রো স্ট্যান্ডার্ড গেমিং অভিজ্ঞতা পাবেন। স্মার্টফোনটির আরেকটি বৈশিষ্ট্য হলো এর সাইড ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি। বিশেষ পরিস্থিতিতে যেখানে সময় বাঁচানো প্রয়োজন অথবা ডিভাইসটিকে অনড় রেখে কাজ করা প্রয়োজন, সেখানে সাইড ফিঙ্গারপ্রিন্টকেই বেশি পছন্দ করেন গ্রাহকরা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন