ইন্টেলের ২০ গিগাবাইট অভ্যন্তরীণ তথ্য ফাঁস

বণিক বার্তা ডেস্ক

মার্কিন সেমিকন্ডাক্টর কোম্পানি ইন্টেলের ২০ গিগাবাইট অভ্যন্তরীণ তথ্য ফাঁস হয়েছে। বিপুলসংখ্যক তথ্য আপলোড হয়েছে অনলাইন ফাইল শেয়ারিং সাইট মেগা-তে। হ্যাক করে এসব তথ্য হাতিয়ে নেয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। খবর এনগ্যাজেট।

প্রতিবেদন অনুযায়ী, ইন্টেল খতিয়ে দেখছে কোন ধরনের তথ্য বেহাত হয়েছে। টিল কটম্যান নামের এক সুইস সফটওয়্যার প্রকৌশলী নথিগুলো প্রকাশ করেছেন। প্রতিটি নথিতেই কনফিডেনশিয়াল কথাটি লেখা ছিল। গত মে মাসে ইন্টেলের অভ্যন্তরীণ সিস্টেম হ্যাক করেছেন এমন এক হ্যাকারের কাছ থেকে নথিগুলো পেয়েছেন কটম্যান। ধরনের নথি প্রকাশে সুপরিচিত কটম্যান।

বলা হচ্ছে, ইন্টেলের ফাঁস হওয়া তথ্যের মধ্যে অভ্যন্তরীণ নকশা তথ্য কিছু চিপ সেটের সোর্স কোড রয়েছে। এসব তথ্যের মধ্যে বায়োস রেফারেন্স কোড কেবিলেকের নমুনা কোডসহ প্রতিষ্ঠানটির আসন্ন টাইগার লেক প্রসেসরের পরিকল্পনা, টুলস ফার্মওয়্যার ছিল।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন