মৌলভীবাজার থেকে রাজশাহী যাওয়ার পথে মাইক্রোবাস উল্টে নিহত ২

বণিক বার্তা প্রতিনিধি, মৌলভীবাজার

মৌলভীবাজারের রাজনগর উপজেলার গোবিন্দবাটি নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস খাদে পড়ে দুইজন নিহত ও আহত হয়েছেন শিশুসহ ৯ জন আরোহী। 

পুলিশ ও যাত্রীরা জানান, আজ মঙ্গলবার ভোরে মৌলভীবাজার জেলার বড়লেখা থেকে তিনটি পরিবারের ১২ সদস্য একটি মাইক্রোবাস ভাড়া নিয়ে রাজশাহী যাচ্ছিল। রাজনগরের গোবিন্দবাটি এলাকায় গেলে গাড়িটি ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে পাশে উল্টে পড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান বড়লেখা সুড়িকান্দি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামান (৪০) ও বড়লেখা ঈদগাহ বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহফুজুর রহমানের স্ত্রী আফরোজা মিশু (৩৭)। তাদের দু’জনের বাড়ি রাজশাহী জেলায়। 

বদিউজ্জামান রাজশাহী জেলার দুর্গাপুর থানার জয়নগর গ্রামে মনসুর আলীর ছেলে এবং আফরোজা মিশুর বাড়ি রাজশাহী জেলার মাঘমারা থানার মিরপুর গ্রামে।

পুলিশ আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করিয়েছে। 

আহতরা হলেন, মাহফুজুর রহমান (৪১) সেলিম রেজা মন্ডল (৪৫), খাদিজা আক্তার (১৩), রাজুফা বেগম (৩৪), আমিনুল ইসলাম (৬), আমিনা বেগম (২৩), আবু জাহেদ (৩০), সাকলাইন মোস্তাক (১১) ও শাকিলা খাতুন (২৮)।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন